Sarighat Keraniganj || সারিঘাট কেরানীগঞ্জ || Aftabnagar || কাশফুল দেখতে আফতাবনগর || Sarighat
Country Communication Country Communication
1.46K subscribers
241 views
8

 Published On Sep 24, 2024

ঢাকার যাত্রাবাড়ী বা তার আশে পাশে যারা আছেন ঘুরে আসতে পারেন সারিঘাট (Sarighat) থেকে। ঢাকা শহরের যান্ত্রিক দিক থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্যে জায়গাখানা মন্দ নয়। সবুজে ঘেরা পরিবেশ আর সাথে নৌকা ভ্রমণ। এছাড়া শরতে দিগন্ত জোড়া কাশফুলের সমারোহ তো আছেই। মন চাইলেই হারিয়ে যেতে পারবেন কাশফুলের সমুদ্রে। এখানের সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ যে কারো ভালো লাগবে। হারিয়ে যাবেন গ্রাম বাংলার চির চেনা প্রকৃতির মাঝে। ঢাকা থেকে দিনে যেয়ে দিনেই ঘুরে আসতে পারবেন তাই ডে ট্রিপ কিংবা বন্ধু বান্দবদের নিয়ে আউটিং এর অন্যতম সেরা আকর্ষন এখন এটি।

আফতাবনগর হচ্ছে ঢাকার একটি আবাসিক এলাকা। এটি বাড্ডা থানার মধ্যে অবস্থিত।[১][২] আফতাব নগর (মূলত জহুরুল ইসলাম সিটি নামে পরিচিত) ঢাকার একটি পাড়া যা ইস্টার্ন হাউজিং লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত। আফতাবনগর ঢাকার কেন্দ্রে রামপুরায় অবস্থিত এবং এটি ঢাকার কয়েকটি পাড়ার মধ্যে একটি যেখানে এখনও সবুজ পরিবেশ রয়েছে। এই স্থানটি ঢাকার কোলাহল এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত, যেখানে পাখির ডাক এবং গাছের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ শোনা যায়। তবে, সন্ধ্যা নামার সাথে সাথে এখানে খাবারের গাড়ি এবং চা স্টল খোলায় জায়গাটি বেশ উৎসবমুখর হয়ে ওঠে। শরৎ ঋতুতে, এখানে কাশফুলের বা 'কাশবন' এর ক্ষেত্র দেখা যায়।

kashful flowers, aftabnagar nature, keraniganj tours, sarighat river, হাসনাবাদ সারিঘাট, কাশফুল, সারিঘাট, sarighat restaurant, keraniganj, kashful vlog, aftabnagar lake, kashful flowers blooming, kashful beauty, kashful season, kashful photography, keraniganj exploration, kashful

show more

Share/Embed