১০০ টাকায় ঘুরে আসুন সারিঘাট । Beautiful Sharighat, Keraniganj
MUP Travelling Guideline MUP Travelling Guideline
5.41K subscribers
7,669 views
108

 Published On Sep 29, 2022

১০০ টাকায় ঘুরে আসুন সারিঘাট । Beautiful Sharighat, Keraniganj
ঢাকার আশেপাশে একদিনে ঘুরে আসার জন্য চমৎকার একটি স্থান কেরানীগঞ্জ এর সারিঘাট।
ঢাকা শহরের যান্ত্রিকতা থেকে সরে কিছুটা প্রাকৃতিক ছোঁয়ার জন্য সারিঘাট থেকে ঘুরে আসা যায়।
সবুজে ঘেরা মনোরম পরিবেশ, নদী,কাশবন, বিশাল খোলা জায়গা, আর সাথে নৌকা ভ্রমণ। এখানকার নিরিবিলি শান্ত পরিবেশে একটা বিকেল অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়।
সারিঘাট গিয়ে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। ঢাকায় যারা বসবাস করেন, তারা ঢাকার কাছাকাছি একটা দিন বেড়িয়ে আসার জন্য সারিঘাট কে বেছে নিতে পারেন।


সারিঘাট কিভাবে যাবেন?

কেরানীগঞ্জের সারিঘাট যাওয়ার জন্য ঢাকার যে কোন জায়গা প্রথমে যাত্রাবাড়ী আসতে হবে।
সেখান থেকে জুরাইন রেল গেইট অথবা পোস্তগোলা। বাস বা লেগুনাতে ভাড়া ১০ টা। জুরাইন রেল গেইট থেকে পোস্তগলা ব্রিজ পার হতে হবে।
পোস্তাগলা ব্রিজ পার হলেই সারিঘাট যাওয়ার অটোরিক্সা বা সিএনজি পেয়ে যাবেন। লোকাল সিএনজিতে ভাড়া জনপ্রতি ১০ টাকা।
এবং ব্রিজের ওপারে গিয়ে সিনজি চরে ডিরেক্ট চলে যাবেন সারিঘাট , সেক্ষেত্রে ভাড়া পরবে জন প্রতি ১৫ টাকা।

আর আপনি যদি লোকাল সিএনজির ঝামেলায় যেতে না চান তাহলে, জুরাইন রেল গেইট থেকে সিএনজি রিজার্ভ নিতে পারবেন।
সেক্ষেত্রে ভাড়া পড়বে ১২০ টাকা। একসাথে ৪/৫ জন গেলে জুরাইন বা পোস্তগোলা থেকে সিএনজি রিজার্ভ করে যাওয়াই ভালো।
ফেরার পথেও ওখান থেকে সিএনজি পাওয়া যাবে।

সবুজ প্রকৃতিতে কিছুটা সময় কাটালে ভালো লাগবে। কেউ চাইলে কায়াকিং এবং নৌকা ভ্রমণও করতে পারেন।
চাইলে গোসলও করতে পারেন, পানি খুবই পরিষ্কার। কায়াকিং ৭৫ টাকা জনপ্রতি ৩০ মিনিটের জন্য।
নৌকা ভ্রমণ ১০০-১৫০ টাকা। তবে ওঠার আগে দরদাম করে নেয়াই ভালো।

সারিঘাট এ একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যার নাম কাশফুল রেস্টুরেন্ট । সেখানে যাওয়ার অভজ্ঞতাও অসাধারন কারন এই রেস্টুরেন্ট এ যেতে হবে একটি ঝুলন্ত ব্রিজ দিয়ে এবং রেস্টুরেন্ট টি সম্পূর্ণ পানির মাঝে । যেখানে বসে খাওার এক্সপ্রেরিএন্স খুবি অন্যরকম।
সারিঘাট সম্পর্কে আরো বিস্তারিত কোনো তথ্য জানতে চাইলে আমাদেরকে জানাতে পারেন।

show more

Share/Embed