AABD64, মাছ ভাসে কেন? ভাসলে কি ক্ষতি হয় ?? এবং এর প্রতিকার কি????? Why Fish Gulping? What it,s bad
AABD64 AABD64
95.4K subscribers
257,046 views
5.6K

 Published On Premiered Oct 28, 2020

ইউটিউবে হাজারো ভূল তথ্য প্রচারণার মধ্যে সঠিক তথ্য প্রচারে অঙ্গিকারা বদ্ধ
#মাছ_ভাষা #অক্সিজেন_ঘাটতি #মাছ_ভাষলে_করণীয় #অক্সিজেন_ঘাটতি
AABD64, মাছ ভাসে কেন? ভাসলে কি ক্ষতি হয় ?? এবং এর প্রতিকার কি?????
চাষের পুকুরে নানা কারণে মাছ ভাসে এবং এভাসার কারণে মাছের অনেক ক্ষতি হয়। প্রধানত পানিতে দ্রবণীয় অক্সিজেনের পরিমাণ কমে গেলে মাছ পুকুরের উপরের স্তরে এসে ভাসতে থাকে, বাতাস থেকে অক্সিজেন নেবার চেষ্টা করে। খুব বেশি অভাব হলে অনেক সময় পুকুরের বড় আকারের মাছ মারা যায় এবং চাষি বহুলাংশে ক্ষতিগ্রহস্থ হয়ে থাকেন। গত বেশ কিছু দিন আগে বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রায় ২০ কোটি টাকার মাছ মারা যায় আলোচিত কারণে। গত কয়েকদিন ধরে আবারো মাছ ভাসছে এবং দু-একটি পুকুরের মাছ মারা যাবার খবর আসছে। মাছ চাষের ক্ষেত্রে বিষয়টি বেশ গুরুত্ব রাখে এ জন্য আজকের ভিডিওটিতে মাছ ভাসার কারণ এবং মাছ ভাসলে মারা যাওয়া ছাড়াও আর কিকি ক্ষতি হয় সে বিষয়ে আলোচনার পাশাপাশি মাছ যাতে না ভাসে সে জন্য কিকি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি মাছ চাষি এবং মাছচাষ সম্প্রসারণে নিয়জিত কর্মীদের এ ভিডিওটি অনেক কাজে আসবে।

এ ভিডিওওটি করতে জনাব আব্দুল্লা আল মামুন মৎস্য কর্মী উপপরিচালকের দপ্তর, রাজশাহী বিভাগ রাজশাহী সার্বিক সহায়তা করেছে এবং ভিডিওটি এডিটিং বা বিন্নস্থ করেছেন জনাব রাওফির তোফাজ, ছাত্র, ডেফোডিল্স ইউনিভার্সিটি। আমি উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক দিতে ভূলবেননা, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রহিল আন্তরিক ধন্যবাদ।
জানার আছে অনেক জানার কোন শেষ নাই ।

show more

Share/Embed