রূপগঞ্জের গোলাকান্দাইল হাট / যে হাটের গমগম আওয়াজ শোনা যেতো কয়েক মাইল দূর থেকে
Hello Khokon Hello Khokon
844K subscribers
3,164 views
93

 Published On Aug 19, 2023

এ এক ইতিহাস, এক ঐতিহ্য। রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল হাটটি দশ পুরুষের আমলের। এক সময় এ হাটের গমগম আওয়াজ কয়েক মাইল দূরে থেকেও শোনা যেতো।

ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপম্যান্ট, ঘরে বসে ফ্রী আই.টি ট্রেনিং সহ আমাদের যে কোন সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করুণ।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔔👤আই.টি ট্রেনিং - https://www.rapidit.com.bd/services/i...
🔔👤ই-কমার্স সাইট - https://www.rapidit.com.bd/ecommerce-...
🔔👤ওয়েবসাইট - https://www.rapidit.com.bd/
🔔👤ইউটিউব চ্যানেল - ‪@AjkerDhakaOfficial‬
🔔👤ফেসবুক পেজ -   / rapiditlimited  
🔔👤মোবাইল - ০১৭৭৩৩৫৫৯৯৮ (হোয়াট'স অ্যাপ)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

সঠিক করে কেউ হাটটির বয়স বলতে না পারলেও অনেকে ধারণা দিয়েছেন। কেউ বলেছেন ৫শ’ বছর। কেউ বলেছেন, হাজার বছর। কেউ বলেছেন, দশ পুরুষ হয়ে গেছে। বয়স যাই হউক, এ হাটটি প্রাচীন।

এক কালে আশ পাশের কয়েক থানার লোকজন তাদের পুরো সপ্তাহের বাজার করতো এই হাট থেকে। হাটের পাশাপাশি গোলাকান্দাইলে পৌষমাসে বসতো পৌষ মেলা।

পৌষ মাসের আগমণে গোলাকান্দাইল ইউনিয়নের হিন্দু মুসলিম সবার বাড়িতে তাদের আত্মীয় স্বজনদের ভীড় জমতে শুরু করতো। এবং এই মেলাকে ঘিরে এলাকায় পৌষের পিঠা খাওয়ার ধুম পড়ত।

হাটে ভিবিন্ন রকম পন্যের জন্য আলাদা আলাদা স্থান নির্ধারন করা আছে। হাটের উত্তর পূর্ব পাশটায় বাশ, কাঠ ও গৃহস্থলির আসবাবপ্রত্র পাওয়া যায়।

এই সম্পুর্ন হাটটিই অস্থায়ী। হাট বসে সপ্তাহে একদিন, শুধু বৃহঃপতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একদিনের জন্যই হাটে পশরা সাজায় দোকানীরা।

এমনকি কাপরের দোকানও বসে একদিনের এই হাটে।

হাঁসমুরগি, পশুপাখি বসে হাটের পশ্চিম-দক্ষিন কোনায় বিশাল এক যায়গা নিয়ে। বৃষ্টির পানি জমে হাটের এই অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং একারনে এই অংশটা ফাকা দেখা যাচ্ছে, তাছাড়া আমি ভিডিও নিচ্চি তখন প্রায় সন্ধ্যা।

সব সকম হাঁসমুরগি ও পশু পাখির খাবারও পাওয়া যায় এই হাটে।

ছাগল গরুকে পানি খাওয়াতে, চাল-ডাল রাখতে বা ছাদ বাগানের টব হিসেবেও এই ড্রামগুলো ব্যবহার দেখা যায়।

হাটের উত্তর পশ্চিম কোনায় বসে গরু-ছাগলের হাট। গরু ছাগলের হাট সন্ধার আগে শেষ হয়ে যায়।

এমনকি ইদুরও বিক্রি হয় এই হাটে।

গোলাকান্দাইলের হাটের প্রধান আকর্ষণ বালিশ মিষ্টি। বড় বড় কড়াইতে চিনির সিরায় ভেসে থাকা রসগোল্লা দেখতে বালিশের মতো। তৃপ্তি সহকারে খাওয়ার জন্য এ মিষ্টির বিকল্প নেই।

আগেকার দিনে বাড়ির কর্তা হাটে গেলে বাড়িতে থাকা মহিলা ও বাচ্চাদের জন্য মজা নিয়ে আসতো। সেই ঐতিহ্যও ধরে রেখেছে এই হাট। হাটে বিভিন্ন রকম মুখরোচক মজার দোকানগুলোও সারিবদ্ধভাবে সেজেছে হাটের দক্ষিন পাশটায়।

হাটে আছে মশলা পট্টি।

পান-সুপারির দোকানগুলোও সারিবদ্ধভাবে বসেছে হাটের এই পাশে।

এই হাটে আশপাশের কৃষকরা তাদের ফলানো টাটকা সবজি নিয়ে আসে। তাই তুলানামূলক একটু কম দামে পাওয়া যায় সবজি।

কুমারদের তৈরি নিত্যপ্রয়োজনীয় সব আসবাবপত্রও পাওয়া যায় সুলভ মুল্যে।

আপনার প্রয়োজনিয় বা শখের সব উপকরন পাবেন এই হাটে।

পাওয়া যায় মাছ ধরার বর্সি, কাঠের লাটিম সহ নানান খেলনা।

কিভাবে আসবেন এই হাটে।

হাটটি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে অবস্থিত। ভুলতা ফ্লাইওভার থেকে যে রাস্তাটি দক্ষিনে মদনগঞ্জের দিকে চলে গেছে এই রাস্তা ধরে একটু সামনে হাটলেই রাস্তার বাম পাশে পাবেন হাটটি।

গোলাকান্দাইলের এ ঐর্তিয্যবাহি হাটটি কালের বির্বতনে ঢাকা-চট্রগ্রাম এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক, বেরীবাঁধ ও স্থানীয় দখলদাররা ইতো মধ্যে হাটের এক তৃতীয়াংশ জমি দখলে নিয়েছে। আগে শতশত দোকানদার আসতো।

জায়গা সংকুলাননা থাকায় অনেক দোকানী আসা বন্ধ করে দিয়েছে। এক সময় এ হাটের গমগম আওয়াজ কয়েক মাইল দূরে থেকেও শোনা যেতো।

হাটটি তার পুরনো ঐতিহ্য ফিরে পাক, সেই প্রত্যাশায় আমি আজ বিদায় নিচ্ছি। শিগ্রই দেখা হবে নতুন কোন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ্‌ হাফেজ।

আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভাল লাগবে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আমার সোশ্যাল মিডিয়া -
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🔔👤ফেসবুক আইডি -   / engineerkhokon  
🔔👤ফেসবুক পেজ -   / khokonlive  
🔔👤ফেসবুক পেজ -   / superkhokon  
🔔👤টিকটক আইডি -   / khokonlive360  
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
🤩 ওয়েবসাইট - www.rapidit.com.bd, www.khokonlive.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
My Others Channels
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✅ Rapid IT Ltd. : ‪@AjkerDhakaOfficial‬
✅ WP Bravo : ‪@wpbravo‬
✅ Khalid Agro : ‪@KhalidAgro‬
✅ Labib Agro : ‪@MentorHQ‬
✅ Khalid & Labib : ‪@TheKhamarBari‬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Music
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
♐ Aakash Gandhi - Raga - Dance of Music -    • Aakash Gandhi - Raga - Dance of Music  
♐ Bioscope By Dewan & Co. -    • Bioscope || Bappa Mazumder || Violin ...  
♐ Indian Classical Flute & Tabla - https://pixabay.com/music/world-india...
♐ Mediterranean Village Dance - https://pixabay.com/music/folk-medite...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

show more

Share/Embed