সুগার কমাবে দুটি অন্য রকম খাবার । Dr Biswas
Dr Biswas : Health Awareness Center Dr Biswas : Health Awareness Center
696K subscribers
761,866 views
9.1K

 Published On Feb 22, 2021

সুগার কমাবে দুটি অন্য রকম খাবার


ব্লাড সুগার কমানোর জন্য ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকা নির্বাচন করার জন্য আমরা অনেক সাবধনতা অবলম্বন করি । আমরা অনেক ডায়বেটিস খাবার নিয়ে আলোচনা করেছি । আজ এমন দুটি উপাদান নিয়ে আলোচনা করব যেগুলি ঠিক খাবার হিসাবে আমরা খাই না । উপাদান দুটির যেকোন একটি ব্যবহার করলে সুগার কমানোর খাবারগুলি থেকে বেশি কার্যকারি হতে পারে - ডায়াবেটিস খাবারগুলির কার্যকারিতাও বেড়ে যেতে পারে ফলে Long Term Blood sugar control এ সুবিধা হবে ।


২। সুগার কমানোর উপায় জামের বীজ -

জামকে অনেকে Diabetes control এর ম্যাজিকাল ফল বলে থাকেন । জামের প্রায় সব কিছুই Blood sugar control এর জন্য ব্যবহারের রীতি আছে । জাম ফল , জাম বীজ , জামের ছাল ও জামের পাতা - সবগুলিই সুগার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় । তবে এদের মধ্যে সব থেকে কার্যকারি জামের বীজ । ভারতীয় আয়ুর্বেদে ডায়াবেটিস কমানোর উপায় হিসাবে জামের ব্যবহার বহুদিনের - ইউরোপ আমেরিকাতে ১৩০ বছর ধরে ব্যবহার হয়ে আসছে । মানে ট্র্যাডিশনাল চিকিৎসা ব্যবস্থার মতে , জামের বীজ খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ।

কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে ? সত্যিইকি জামের বীজ ডায়াবেটিস নিরাময় করতে পারে ? ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হলে জামের বীজ কিভাবে খাবো ? কতটা খাবো ? কি কি সাবধনতা অবলম্বন করব ? আসুন সবগুলি ছোট করে জেনে নিই , কারন জামের বীজের পর আরো একটি অন্য রকম খাবার নিয়ে আলোচনা করব যেটি Blood sugar control এ ম্যাজিকের মতো কাজ করতে পারে ।


জামের বীজে বিশেষ কিছু antioxidant থাকে যাদের Hypoglycemic Effcet আছে । মানে আপনি যদি কালজামের বীজ খান আপনার Blood sugar level কমতে পারে । এর সাথে কালজামের বীজ খারাপ কোলেস্টেরল LDL কমিয়ে ও ভালো কোলেস্টেরল HDL বাড়িয়ে কোলেস্টেরল সাম্যে রাখে । আপনার Long Term Diabetes control এ কালজামের বীজ বিশেষ ভূমিকা নেবে ।

কিন্তু গবেষণা কি বলছে তাই তো ? কালোজামের বীজের ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে গবেষণা থেকে মিশ্র ফল পাওয়া গেছে । মানে বেশ কিছু ক্ষেত্রে জামের বীজ Blood sugar কমাচ্ছে - আবার কারো কারো ক্ষেত্রে খুব বেশি পজেটিভ ফল পাওয়া যাচ্ছে না ।

আপনি কালোজামের বীজ সপ্তাহ খানেক try করে দেখতে পারেন - যদি দেখেন Blood sugar কমাতে ফল পাচ্ছেন , তাহলে নিয়মিত খান - না হলে খাওয়ার দরকার নেই । অবশ্যই ডাক্তারবাবুর সাথে আলোচনা করে নেবেন ।

ডায়াবেটিস খাবার হিসাবে জামের বীজ গুঁড়ো কিভাবে রেডি করব ?



সুগার কমাতে কিভাবে জামের বীজ গুঁড়ো খাবো ?




১। সুগার কমানোর খাবার আম পাতা -

আপনি কি কখনো Blood sugar control এ আম পাতা try করে দেখেছেন ? জানি বেশির ভাগ ডায়াবেটিস রোগীর উত্তর হবে না । কিন্তু আমপাতা কিন্তু Long Term Diabetes control এর জন্য খুবই কার্যকারি হতে পারে । আম পাতার সব থেকে বড় সুবিধা হলো আম পাতা বেশির ভাগ বাঙালির জন্য খুবই সহজ লভ্য - আম পাতাকে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ সমাধান বলতে পারেন ।

আম পাতাতে আপনি বিভিন্ন রকম Bioactive উপাদান পাবেন বেশ ভালো পরিমানে । Polyphenol, Terpenes, Sterol, Carotenoid, বিভিন্ন রকম ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড - আম পাতার প্রতিটি উপদানই antioxidant হিসাবে কাজ করে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে ।

আম পাতার ব্লাড সুগার কমানোর সব থেকে কার্যকারি উপদান হলো Mangiferin । কার্যকারিতার জন্য Mangiferin কে আপনি Super-antioxidant বলতে পারেন । ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায় নিয়মিত আম পাতা রাখলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা পাবেন ।

আম পাতার উপাদান তো দেখলেন । এবার আসুন দেখা যাক আম পাতা নিয়ে এক্সপার্টরা কী বলছেন - বিভিন্ন গবেষণা কি বলছে ? আম পাতা সত্যিই ডায়াবেটিস কমায় কিনা ?


মানুষের উপর আম পাতার প্রভাব নিয়ে গবেষণা কম হলেও - প্রাণীদের উপর অনেক গবেষণা আছে । ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাণীদের উপর আম পাতার প্রভাব নিয়ে আমরা মোট ৫টি গবেষণা পেয়েছি । গবেষণাগুলি থেকে দেখা যাচ্ছে নিয়মিত আম পাতা খেলে Blood sugar level ভালো পরিমাণে কমছে ।

গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত আম পাতা খেলে Blood sugar level কমার সাথে সাথে Glucose tolerance যেমন বাড়ছে তেমনি অগ্ন্যাশয়ের বিটা কোষও সুস্থ স্বাভাবিক থাকছে । কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণেও আম পাতার Bioactive উপাদানগুলি সাহায্য করে । অর্থাৎ আম পাতা খেলে সামগ্রিক ভাবে ডায়াবেটিস ম্যানেজমেণ্টে সুবিধা পাওয়া যেতে পারে ।

ডায়াবেটিস কমানোর খাবার হিসাবে আম পাতা খাবেন কি করে ?



সোর্স - https://medcraveonline.com/IJCAM/a-re...
https://pubmed.ncbi.nlm.nih.gov/29456...
https://www.ncbi.nlm.nih.gov/pmc/arti...



বিশুদ্ধ জাম বীজ গুঁড়ো - https://diabetesbazar.in/2021/02/22/a...

বিশুদ্ধ আম পাতার গুঁড়ো - https://diabetesbazar.in/2021/02/22/a...


Disclaimer: Contents including advice provides generic information only . All data and statistics are based on publicly available data at the time of publication . The content and the information in this video are for informational and educational purposes only, not as a medical manual . Dr Biswas youtube channel does not provide medical advice, diagnosis or treatment . Always consult a specialist or your own doctor for more information . Dr Biswas youtube channel does not claim responsibility for this information.

ডায়াবেটিস বাজার - https://diabetesbazar.in

Bengali Health Tips
Dr Biswas

show more

Share/Embed