মা নাচিন্দা মন্দিরের ইতিহাস ।। পূর্ব মেদিনীপুরের জাগ্রত মন্দির।।
SS Bangla Vlogs SS Bangla Vlogs
105 subscribers
101 views
0

 Published On Sep 1, 2024

পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত এই জাগ্রত মন্দিরটি হল মা শীতলার মন্দির যা মা নাচিন্দা নামেও পরিচিত। নাচিন্দা মন্দিরটি দীঘা যাওয়ার জাতীয় সড়কের পাশেই নাচিন্দা নামক স্থানে রয়েছে। অক্ষয় তৃতীয়া হল এই মন্দিরটির প্রতিষ্ঠা দিবস। এই সময় মন্দির প্রাঙ্গনে 15 দিন ধরে মেলা চলে এবং এই মেলা প্রায় 100 বছরেরও বেশি পুরানো। এই মন্দিরে পুন্যার্থীরা মানদ করেন এবং সে মানদ পূর্ণ হলে এ মন্দিরে এসে পুজো দিয়ে যান। এখানে এ রাজ্য তথা ভিন রাজ্য থেকেও অনেক পূর্ণার্থে পুজো দিতে আসেন।
মা নাচিন্দা মন্দিরটি জেলা সদর তমলুক থেকে প্রায় 54 কিলোমিটার দূরে রয়েছে। কলকাতা থেকে এর দূরত্ব হলো প্রায় 137 কিলোমিটার।
মা নাচিন্দা মন্দিরে সড়ক পথ ও রেলপথ দুভাবেই পৌঁছানো যাবে। সড়কপথে আসতে হলে দীঘা গামী জাতীয় সড়ক ধরে এলেই নাচিন্দায় পৌঁছানো যায়। এছাড়া কলকাতা থেকে দীঘা আসার জন্য প্রচুর বাস রয়েছে যেকোনো বাসে উঠে নাচিন্দা তে নামলেই মন্দিরে পৌঁছে যাবেন। কলকাতা থেকে এই মা নাচিন্দা মন্দিরে রেল পথে পৌঁছাতে হলে কলকাতা থেকে মেচেদা কিম্বা পাঁশকুড়া পৌঁছে সেখান থেকে দীঘা গামী যেকোনো লোকাল ট্রেনে উঠে নাচিন্দা স্টেশনে নেমে মন্দিরে পৌঁছানো যাবে।
এই ধরনের ভিডিও পেতে ‪@ssbanglavlogs‬ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটানটি অন করে দিন এবং মন্দিরে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করুন।
ধন্যবাদ

show more

Share/Embed