সরারচরের চলমান খালটি আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে
Rajib Education Rajib Education
2.02K subscribers
26 views
7

 Published On Aug 20, 2024

একসময়ের ঐতিহ্যবাহী একটি খাল ছিল সরারচরের তেজখালী খাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেজখালি খাল দিয়ে নৌপথে মানুষ সরারচর বাজারে পণ্য নিয়ে আসতো বেচা কেনার জন্য, কিন্তু সেই খালটি তার অসচেতনতার কারণে ময়লা আবর্জনা দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে, অথচ এখন এখন বৃষ্টি হলেই অতি জলাবদ্ধতার কারণে পানি আটকে যায়, খালটি যখন সচল ছিল তখন বৃষ্টির পানি সহজে নেমে যেত, আমাদের প্রত্যেকেরই উচিত সরারচরের খালটি রক্ষার জন্য সচেতন হওয়া ময়লা আবর্জনা না ফেলা। আমার দৃষ্টিতে সারা বাংলাদেশের সবগুলো খাল খনন করা উচিত সবগুলো খাল সংরক্ষণ করা দরকার

show more

Share/Embed