3 লাখ টাকা দিচ্ছে সরকার | সরকার দেবে 3 লক্ষ টাকা | pm বিশ্বকর্মা যোজনা | pm vishwakarma yojana 2023
Dhrubatara ( ধ্রুবতারা ) Dhrubatara ( ধ্রুবতারা )
13.9K subscribers
453 views
10

 Published On Sep 30, 2023

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধ্রুবতারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে
Many thanks to all of you from Dhruvatara YouTube channel

সরকার দেবে 3 লক্ষ টাকা | pm বিশ্বকর্মা যোজনা | pm vishwakarma yojana 2023

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হল ভারত সরকারের একটি প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের অধীনে, সরকার ওই শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করে। এছাড়া এই যোজনায় ওই শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সময়ে ভাতাও পাবেন তাঁরা।
প্রকল্পের সুবিধা
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হল ভারত সরকারের একটি প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের অধীনে, সরকার ওই শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জামের জন্য ঋণ প্রদান করে। এছাড়া এই যোজনায় ওই শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সময়ে ভাতাও পাবেন তাঁরা। এটা ওই শিল্পী এবং কারিগরদের তাদের ব্যবসা বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করবে। এটা তাদের পণ্য এবং পরিষেবাগুলি উন্নত করতে নতুন সরঞ্জাম এবং প্রযুক্তি ক্রয় করতে সক্ষম করবে। সেই সঙ্গে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বাজেটে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করাও হয়েছে।

এতে কে লাভবান হবে?
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে মাছের জাল প্রস্তুতকারক।
দর্জি।
ধোপা।
মালা প্রস্তুতকারক
নাপিত।
পুতুল এবং খেলনা প্রস্তুতকারক (প্রচলিত)
ঝুড়ি/ মাদুর প্রস্তুতকারক
রাজমিস্ত্রি
মুচি (চর্মকার)/ জুতোর কারিগর।
ভাস্কর (মূর্তিকার, স্টোন কার্ভার),
কুমার।
স্বর্ণকার।
হাতুড়ি এবং টুল কিট প্রস্তুতকারক।
কামার।
নৌকা নির্মাতা।
কাঠমিস্ত্রি
কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে
PM বিশ্বকর্মা যোজনার অধীনে সমস্ত শিল্পী ও কারিগরদের নিম্নলিখিত সুবিধাগুলি দেওয়া হবে:
প্রথম পর্যায়ে ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ - ৫ শতাংশ হারে সুদ।
দ্বিতীয় পর্বে ২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৫ শতাংশ হারে সুদ দেবে সরকার।
স্কিল ট্রেনিংও দেওয়া হবে।

১) আবেদনকারী কে ভারতের মূল এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর অবশ্যই হতে হবে।

৩) এছাড়া যোজনা অনুসারে জারি করা আরও যে সমস্ত যোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে।

৪) পরিবারের একজন সদস্যই এই যোজনাতে আবেদন করতে পারবেন।
বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে।
অগ্রিম টুল কিট কেনার জন্য ১৫,০০০ টাকা দেওয়া হবে শিল্পীদের।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে।
১ম ধাপের ঋণের মেয়াদ ১৮ মাস।
2য় পর্বের ঋণের মেয়াদ ৩০ মাস।
টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার।

pm vishwakarma scheme,pm vishwakarma yojana 2023,pm vishwakarma yojana apply,pm vishwakarma yojana kya hai,pm vishwakarma scheme apply online,pm vishwakarma yojana how to apply,pm vishwakarma kaushal samman yojana,vishwakarma yojana scheme,vishwakarma shram samman yojana,vishwakarma yojana ka form kaise online karen

lakhir bhandar,lakshmir bhandar,lokhir bhandar,laxmir bhandar,lakhhir bhandar news,lakhmir bhandar form,lakshmir bhandar scheme,lakhir bhandar new update,lakhir bhandar news today,lakshmir bhandar new update,lakhhir bhandar latest news,lakhhir bhandar news update,lakhir bhandar status check,laksmir bhandar new update,lakhir bhandar new update today,laxmir bhandar new update,lakhir bhandar status check online,lakshmir bhandar prakalpa new update

show more

Share/Embed