সূর্যমুখী চাষ পদ্ধতি । সূর্যমুখী তেলের উপকারিতা । সূর্যমুখী বাগান । sunflower seeds | saao sumon
MD Sumon Mia MD Sumon Mia
13K subscribers
24,402 views
361

 Published On May 8, 2021

#সূর্যমুখী_চাষ_পদ্ধতি #সূর্যমুখী_চাষ #sunflower #সূর্যমুখী_ফুল_চাষ #সূর্যমুখী_বাগান #sunflower_cultivation #sunflower_seeds #Harvesting_sunflower_seeds #সূর্যমুখী_তেলের_উপকারিতা


বাংলাদেশের আবহাওয়া বিভিন্ন তেল ফসল আবাদের জন্য খুবই উপযোগী। তার মধ্যে সরিষা, তিল, চীনাবাদাম, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি উল্লেখযোগ্য । আমাদের দেশে যা উৎপাদিত হয় তা প্রয়োজনের তুলনায় মাত্র এক তৃতীয়াংশ। গত ২০১৭-২০১৮ অর্থবছরে তেল ও তেল বীজ ফসল প্রায় ১৭,০৬,৫৯০.০০ মেট্রিক টন আমদানি করা হয়। তেলের ঘাটতি পূরণের জন্য দেশে তেল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। সূর্যমুখী বীজে লিনোলিক এসিড থাকায় এটি একটি উৎকৃষ্ট তেল।


সারা বছর চাষ করা যায় এই সূর্যমুখী তেল ফসল।


একর প্রতি সারের পরিমাণঃ
সারের নাম একর প্রতি (কেজি)
ইউরিয়া ৭৫-৮০
টিএসপি ৬৮-৭২
এমওপি ৬৩-৬৭
জিপসাম ৬৩-৬৭
জিংক সালফেট ৪
বোরিক এসিড ৪
ম্যাগনেসিয়াম ৩২-৪০
গোবব (মেট্রিক টন) ৩.২-৪


সার প্রয়োগঃ


ইউরিয়া সারের অর্ধেক এবং বাকি সব সার শেষ চাষের সময় জমিতে ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ২ ভাগ করে প্রথম ভাগ চারা গজানোর ২০-২৫ দিন পর এবং দ্বীতিয় ভাগ ৪০-৪৫ দিন পর ফুল ফোটার পূর্বে প্রয়োগ উপরি প্রয়োগ করতে হবে।




Follow me on Facebook: https://web.facebook.com/profile.php?...
Follow me on Youtube:    / @mdsumonmia  


লাইক কমেন্ট এবং শেয়ার করতে ‍ভূববেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি প্রেশ করে রাখবেন। যাতে পরবর্তী নতুন ভিডিও’র নটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যা। ধন্যবাদ।

show more

Share/Embed