ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা \\অভিজীৎ বন্দ‍্যোপাধ‍্যায়
SONG'S MEDIA SONG'S MEDIA
970 subscribers
46,707 views
395

 Published On Jun 21, 2020

ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা (অভিজীৎ বন্দ‍্যোপাধ‍্যায়)
‪@songsmedia4574‬


ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল
লাজেই যদি আগুন ঢাকে।
ও রূপের মিথ্যে গরব
অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল
লাজেই যদি আগুন ঢাকে।
কবে আর কবে আর
কবে আরআসবে সময় বাসবে ভালো
হাসবে ময়ূর পঙ্খী ভেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

কি এতো বিচার করা
অবিচারের ভয় করে যে...
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে।
কি এতো বিচার করা
অবিচারের ভয় করে যে...
কি অতো হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে।


এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
এখনো ডুব না দিলে
করবে স্নান হয় গো কবে
গাগরী ভরার বেলা
অবহেলায় সাঙ্গ হবে
মনের ঐ মনের ঐ
মনের ঐ সোনা যে হয়আনমনা গো,
দিন গোনাতে মাটির ঢেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা
ও আমার মন-যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারাবেলা।

thanks for wathing
#abhijitbandopadhay #bengalisong

show more

Share/Embed