অফবীট জায়গা :- রাইপুর জমিদার বাড়ী ও সুরথেশ্বর শিব মন্দির
BONG HUNT Arijit BONG HUNT Arijit
210 subscribers
59 views
1

 Published On Premiered Sep 24, 2024

একদিনের ট্যুরে আপনার অবশ্যই আসতে পারেন বীরভূমের রায়পুর এলাকাতে, এই রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে আপনারা দুটো জিনিস একসাথে দেখতে পারেন একটা হচ্ছে "রায়পুর জমিদার বাড়ি " এবং অপরটি হচ্ছে "সুরথেশ্বরনাথ শিবতলা" l


এখানে যে জমিদার বাড়িটি দেখাবেন সেটি হচ্ছে তৎকাল যুগের লর্ড সিনহার বাড়ি।
এখানকার গ্রামের লোকেরা ঠিকঠাক বলতে পারেনি এবং আমার সাথে সেরকম কারোর পরিচয় হয়নি যিনি বলতে পারেন এই রাজবাড়ী সম্পর্কে তবে এই রাজবাড়ী বা জমিদার বাড়ি আপনারা যদি ভিতরে ঢুকে থাকেন, তাহলে খুবই ভালো লাগবে।

কিভাবে আসবেন?
বর্ধমান থেকে যদি বাইক বা চার চাকায় আসেন তাহলে আপনাকে প্রথমে গুসকরা রোড হয়ে ভেদিয়া হয়ে আপনাকে অজয়ের নোট পার হয়ে চলে যেতে হবে এই রায়পুর রাজবাড়ি ও সুরথেশ্বর মন্দিরে l

ট্রেনে করে আসেন তাহলে আপনাকে কলকাতা থেকে বা বর্ধমান থেকে ভেদিয়াl ভেদিয়া থেকে নেমে টোটো করে আপনাকে আসতে হবে অজয় নদী পেরিয়ে অর্থাৎ অজানাদের ব্রিজের উপর দিয়ে রায়পুর গ্রাম পঞ্চায়েতে, এবং সেখানেই প্রথমে পড়বে আপনার রায়পুরে সুরথেশ্বর শিব মন্দির তারপরে রায়পুর রাজবাড়ী।
টোটোয় আপনার ভাড়া নেবে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত মাথা পিছু।
মোটামুটি সারাদিন ঘুরে দেখতে রাজবাড়ী এবং শিব মন্দির আপনার ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে এবং মোটামুটি ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে খাওয়া দাওয়া নিয়ে আপনার ফিরে আসতে পারেন আপনার নিজেদের বাড়ি।

যেহেতু আমি বাইকে করে গিয়েছিলাম সেহেতু আমি ১৫০ টাকা তেল ভরে নিয়েছিলাম তো সেই হিসেবে আমার সেরকম কোন খরচ হয়নি দেড়শ টাকা আর খাওয়া-দাওয়া ৫০ টাকার মতো খরচ হয়েছিল। মোট খরচ হয়েছিল ২০০ টাকার মতো।

#offbeat_places_near_kolkata #offbeatplaces
------------------------------------------------------------------------
.................................................................................

Background Music used my this video

1. Music : Almost Love
Musician : Ahmed Sirour
URL : https://ahmedsirour.com

2. Music : Soothe Our Souls
Musician : Ahmed Sirour
URL : https://ahmedsirour.com

No copywriter anything & anywhere.

...............................................................................

show more

Share/Embed