আনার/বেদানা(Pomegranate)- বাংলাদেশের প্রথম সফল বানিজ্যিক বাগান
Krishi Bioscope Krishi Bioscope
651K subscribers
162,402 views
4.1K

 Published On Jun 28, 2020

আসল বেদানা, যেটা আমরা বাজারে কিনতে পাই, ভারতের মহারাষ্ট্রের এসসিটি ভাগোয়া জাতের( বাংলাদেশের আবহাওয়ার উপযোগী) বানিজ্যিক আনারের বাগান করা হয়েছে। এটাই বাংলাদেশের প্রথম বানিজ্যিক আনারের বাগান যদিও বহুবছর ধরে বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে বেদানা/আনার ফলানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়ায় হিউমিডিটি বেশি হওয়ার ফলে উন্নত জাতের আনার লাগালেও সফলভাবে সেগুলো ফলানো সম্ভব হচ্ছে না। আনার হলেও ভিতরের দানা সফট ও লাল হচ্ছে না ফলে বানিজ্যিক মূল্য হারাচ্ছে।
শুধু ভাল জাত হলেই হবে না, এর সাথে প্রোডাকশন টেকনোলজিও যোগ করতে হবে। সঠিক পরিচর্যা ও পুষ্টি প্রবাহ নিশ্চিত করতে হবে। সয়েল চার্জিং টেকনোলজি ব্যবহার করে এই ক্ষেত্রে সফলতা পেয়েছেন এই আনার বাগানের উদ্যোক্তাগণ।
যদিও এটা আনারের অফ সিজন তবুও চমৎকার স্বাদ এই ফলের। সামনের রবি মৌসুমে আশাকরি বানিজ্যিকভাবে বাজারে বিক্রি করা সম্ভব হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন-
মোঃ মোকাররম হোসেন- ০১৯৫৬৫০৬০৩১, 01974732299

show more

Share/Embed