Real Village Life In Kashmir || কাশ্মীরের গ্রামীণ মেয়েদের জীবনযাপন - EP 13
Md Fizz Md Fizz
729K subscribers
2,362,337 views
42K

 Published On Feb 20, 2022

Village_Life_In_Kashmir

My Instagram Id ;   / mdfizz02  
Kolkata To Jammu kashmir 750 Rs :    • Kashmir Tour Vlog || কলকাতা থেকে ৭৫০ ...  

কাশ্মীরের সবচেয়ে পুরাতন ও দরিদ্র গ্রাম হল এটি, যাকে বলা হয় পাহাড়ি গ্রাম,,এ অন্চলের মানুষের জনজীবন খুব সাধারন,,তাদের সংগ্রাম যেন প্রকৃতি তুষারপাত বরফ পাহার পর্বতের সাথে। এখানকার শিশুরা বড় হয় প্রকৃতির সাথে যুদ্ধ করে,, কারন এ গ্রাম ছয় মাস তুষার বরফে ঢেকে যায় যার কারনে একে বলা হয় বরফের গ্রাম ।
স্থানীয় ভাষায় পেহেলগাম অর্থ ভেড়াওয়ালাদের গ্রাম। এক সময় ভেড়া ও বকরি চরানো ছিল এখানকার মুল বাসিন্দাদের আদিপেশা। পাহাড়ি এই দরিদ্র মুসলিম সম্প্রদায়কে গুজারও বলা হয়। তারা বিভিন্ন মালিকের কাছে থেকে ভেড়া ও বকরি চরানোর জন্য নেয়। গ্রীষ্মেকালজুরে সেগুলোকে পাহারে উপত্যকায় চরিয়ে বেরাই। শিতের শুরুতে মালিকের কাছে ফেরত দিয়ে দেয়। তবে পেহেলগাম এখন আর গুজারদের এলাকা নয় এখানে দেশি বিদেশি পর্যটকদের সময় কাটানোর দারুন একটি গন্তব্য এছারা কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা হিসেবে পরিচিত লাভ করে যার ফলে এখানকার লোকাল মানুষগুলো টুরিস্টদের জন্য অপেক্ষা করে। ভ্রমণপিপাসুদের নিয়ে ঘোড়ায় করে পাহার উপত্যকায় নিয়ে যায় বিনিময়ে ৫০০-১০০০ রুপি নিয়ে থাকে।
এখানকার ছোট শিশুরাও বেশ সংগ্রামি,, উইন্টারে এখানকার তাপমাএা -১০-১৫ ডিগ্রিতে থাকে। বছরের ছয় মাস তুষারপাত হয় এভাবেই তারা তুষার বরপের সাথে যুদ্ধ করে টিকে থাকে এ সময় তাদের পরনে থাকে কাশ্মীরি ফ্যারেন যা কাশ্মীরি শালের তৈরি।
এ অন্চলের মানুষের প্রধান খাবার ভাত ও নান রুটি৷ বছরের ৬ মাস তুষারপাত হওয়ার ফলে এদের জমিতে চাষবাদ বন্ধ থাকে তবে গ্রীষ্মের সময় ধান, আপেল,আখরট,ইত্যাদি চাষাবাদ হয়ে থাকে

show more

Share/Embed