সময়ের সেরা সংগীত । শাপলার শহীদদের নিয়ে । আবু সাঈদ ও মুগ্ধকে নিয়ে সময়ের সেরা সংগীত । Muhammad Hafiz
Muhammad Hafiz BD Muhammad Hafiz BD
273 subscribers
31,088 views
240

 Published On Sep 21, 2024

আবু সাঈদের রক্তের দাগ শুকাবে না কভু
মুগ্ধর লাশ দেখেও মোরা হইনি তো পিছু
পিচাশেরা করে উল্লাস ঝড়ে রাজপথে তাজা প্রাণ
সন্তান হারা মায়ের রোদনে কম্পিত আসমান
স্বাধীনতা তুমি আর কত চাও প্রাণ

বায়ান্নতে রক্ত দিয়েছি বাংলা ভাষার রাখতে মান,
একাত্তরে স্বাধীনের তরে ত্রিশ লক্ষ দিয়েছি প্রাণ
মোরা নয় কোনো ভিরুর জাতি,
দেখছে বিশ্ব মোদের শান

শাপলার সেই শহীদের ঋণ হয়নিরে বিলিন
ঈমানের দাবী করতে পূরণ গিয়েছিল সেদিন

স্বাধীন দেশে জন্মেছি আজও স্বাধীনতার তো পাইনি স্বাদ,
পাগড়ি ওয়ালারা জাতির সেবক, নয় তো তারা জঙ্গীবাদ
কত রক্ত সাগর পেরিয়ে আজও,
নতুন রক্ত করছি দান

সালাম রফিক বরকতের উত্তরসূরী জাগরে জাগ
সিংহের মত গর্জে ওঠো হাক্ও আলী হায়দারী হাক্
মোরা বাংলাদেশের দামাল ছেলে
পরিনা কোনো শেকলে বান

হিন্দু বৌদ্ধ মুসলিম যত, বাঙ্গালী মূল পরিচয়
বৈসম্যের প্রাচীর ভেঙ্গে সাম্যের আনো বিজয়
মোরা ভাই ভাই হয়ে থাকবো সদা
রাখবো অটুট দেশের মান

ফেসবুক:   / md.hafijulislam.180  

show more

Share/Embed