প্রথম বর্ষে যে কয়েকটি কাজ অবশ্যই অবশ্যই করা উচিত | BCS Readingroom
BCS ReadingRoom BCS ReadingRoom
46.7K subscribers
10,016 views
665

 Published On Mar 30, 2024

এখন আমি প্রথম বর্ষে থাকলে যা যা করতাম।
আমার জীবনের করা ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে তোমাদের উপদেশ দিয়েছি ছোট্ট বন্ধুরা।

এইচএসসির পর এই অবাধ স্বাধীনতাটাকে রক্ষা করো।
যথাযথ ভাবে এই সময়টা কাজে লাগালে ভবিষ্যত সুন্দর এবং সহজ হবে। তা নাহলে ঘোরতর অন্ধকার অপেক্ষা করছে।

ভিডিও দেখে উপদেশ গুলোকে মানার চেষ্টা করো এবং এর ফলাফল অবশ্যই পাবে।

এই সুন্দর সম্ভাবনাময় সময়টাতে মেন্টর হিসেবে আমাকে পেতে চাইলে আমাদের রিডিংরুমের ভার্চুয়াল ক্যাম্পাসে যুক্ত হতে পারো মাত্র ৫১০ টাকায়।

মাত্র ৫১০ টাকায়
ভার্চুয়াল ক্যাম্পাসের তোমার মতোই অনেক বন্ধুর সঙ্গে পরিচিত হয়ে সবার সঙ্গে প্রস্তুতি নিতে পারবে বিসিএস সহ যে কোনো চাকরির। জীবনঘনিষ্ঠ যে কোনো স্কিল ডেভেলপ করে নিতে পারবে সহজেই।

জীবনটাকে সহজ ও সুন্দর করতে অবশ্যই এনরোল করো আমাদের ক্যাম্পাসে।
আমাদের এখানে পড়াশোনা, বিনোদন, আড্ডা, মোটিভেশান সবকিছুই হবে তবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই।

01773465389 হোয়াটসঅ্যাপ/বিকাশ/রকেট/নগদ

show more

Share/Embed