Acrobat | Dimethomorph 50%WP | নাবিধ্বসা ও জলদি ধ্বসা নিয়ন্ত্রণকারী সর্বোত্তম ছত্রাকনাশক।
Agri-Tech Shanto Agri-Tech Shanto
104K subscribers
62,142 views
753

 Published On Jan 26, 2022

ছত্রাকনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই ছত্রাকনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে ছত্রাক ও ব্যাকটেরিয়া মধ্যে বিক্রিয়া ঘটিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া দের নষ্ট করে দেয়, মানে কাজ কিভাবে করে।ওই কেমিক্যাল কম্পোজিশন এর ছত্রাকনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিওতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর ছত্রাকনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "Dimethomorph/ডাইমিথোমর্ফ 50%WP" কেমিক্যাল কম্পোজিশন এর ছত্রাকনাশক গুলো নিয়ে।

সতর্কতাঃ ছত্রাকনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু ছত্রাকনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু ছত্রাকনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. ছত্রাকনাশক ব্যবহারের সময় ছত্রাকনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই ছত্রাকনাশক গাছে প্রয়োগ করা উচিত।
৩. ছত্রাকনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।

ব্যবহার:- ডাইমিথোমর্ফ 50%ডব্লু.পি (১গ্রাম/১লি)
রোগ — নাবি ধসা , জলদি ধসা , ডাউনি মিলডিউ , বাদামি দাগ , পাতা ধসা , পাতা ও ফলে দাগ , স্ক্যাব ইত্যাদি ।
ফসল — আলু , টমাটো , লঙ্কা ও অন্যান্য সবজি , আঙুর , আপেল , বেদানা ও অন্যান্য ফলগাছ , ফুল , পাতাবাহার ইত্যাদি ।
বাণিজ্যিক নাম:-৫০ % ডব্লু . পি . — অ্যাক্রোব্যাট (বিএএসএফ ) , ক্রিক্যাট(কৃষি রসায়ন) ওমেন ( ম্যাখটে ) , লুরিট ( পিআই ) , বোল্ট ( কেমিনোভা ) , ডিটাফ ( র‍্যালিস ) , প্রমসেল ( এক্সেল ) ।

#acrobat #late_blight #potato_farming

ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠:    • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠  


কীটনাশক পরিচিতি:    • কীটনাশক পরিচিতি  

কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋:    • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋  

কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://wa.me/c/917076392952

আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/37819...

Instagram
@agritechshanto. https://www.instagram.com/invites/con...

Twitter🐦
https://twitter.com/AgriShanto?s=09

আমাদের ফেসবুক
Facebook page   / agri-tech-shanto-397032297779548  

show more

Share/Embed