বেলুড় মঠ || ঠাকুর দর্শন ও ভোগ গ্রহণের নিয়মাবলী ও সময়সীমা ||
Ghurghure Family Ghurghure Family
304 subscribers
185 views
12

 Published On Feb 12, 2024

কৃপাময়ী কালীমন্দির উত্তর চব্বিশ পরগনা জেলার বরানগর শহরের একটি প্রাচীন কালীমন্দির। মন্দিরটি জয় মিত্র কালীবাড়ি নামেই সমধিক পরিচিত। প্রসিদ্ধ জমিদার জয়রাম মিত্র ১৮৪৮ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী দক্ষিণাকালী। মূল মন্দিরের পাশে দ্বাদশ শিবমন্দিরও রয়েছে। কি ভাবে আসবেন! - বেলুড় থেকে লঞ্চ এ ঠিক অপর প্রান্তে কুঠি ঘাট এ নেমে বাম দিকে ৫ মিনিট হাঁটা পথ।
মন্দির খোলার সময়: সকাল ৭ টা।

কাঁচের মন্দির।এখানেই গঙ্গা নদীর ঠিক বিপরীতে বেলুড় মঠ দৃশ্যমান। গঙ্গার প্রবহমান স্রোতের শব্দ আর মন্দিরের এক আশ্চর্য নীরবতা এবং প্রকৃতি এখানে মিলেমিশে এক হয়ে যায়।
কালী মন্দির থেকে বেরিয়ে আরো ৫ মিনিট হাঁটা পথে এগিয়ে এলে কাঁচের মন্দির।।
মন্দির খোলার সময়: সকাল ৭ টা।

show more

Share/Embed