এই মেয়েটিকে ক্বীনব্রীজে রিক্সা ঠেলার কাজে প্রতিদিন দেখা সিলেটের.ittadi
সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন
578K subscribers
720,663 views
2.5K

 Published On Sep 13, 2018

সিলেটের ক্বীনব্রীজে এই মেয়েটিকে রিক্সা ঠেলার কাজে পতিদিন দেখা

সিলেট ইতিহাসের অন্যতম সুরমা নদীর ক্বীনব্রীজ। আরেক শব্দ হচ্ছে রিসকা ‘ঠেলা’।
New ittadi
ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের রাণী বলে খ্যাত সিলেটের সুরমার উপর নির্মিত ক্বীনব্রীজটি তৎকালীন প্রাদেশিক ইংরেজ গভর্ণর মাইকেল ক্বীন এর নামে নাম করন করা হয়।

আসাম-বেঙ্গল ত্রিপুরার একমাত্র সড়ক সংযোগ ক্বীন ব্রীজের উভয় অংশ ঢালু থাকায় রিক্সা ও হাতাগাড়ি পারাপারে অতিরিক্ত ঠেলা শ্রমিকের প্রয়োজন লাগে।

এসময় গরীব ও দরিদ্র জনগোষ্টির অন্যতম কর্মসংস্থান হয়ে উঠে এই ক্বীনব্রীজ ও ঠেলাশ্রম।

ধীরে ধীরে ওই শ্রমিকদের নাম হয়ে যায় ’ঠেলাউলা’।

১৯৩৬ সাল থেকে চলে আসা ঠেলাশ্রম এখনও তা বহাল রয়েছে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা ব্রীজের উত্তর পারের ঢালুঅংশ ধ্বসিয়ে দিলে পরবর্তিতে তা আবার পুনরায় কাজ করানু হয়।

ঐতিহাসিক ঠেলাশ্রমে আগেকার যুগে একমাত্র পুরুষরা যোগ দিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে সমাজের অবহেলিত নারীরা ও এ শ্রমে যোগ দিয়ে ঠেলাশ্রমকে আরও পূর্ণতা দিয়ে চলেছে।

গতকাল দৃশ্যমান আমাদের একটি ভিডিও এর জ্বলন্ত প্রমাণ বহন করছে আপনাদের কাছে।

আধপাই,কানা পয়সা ও এক আনা থেকে শুরু করে বর্তমান সময়ে এই ঠেলাশ্রমের মূল্য পাঁচ টাকায় এসে দাঁড়িয়েছে।

অচিরেই ঠেলার পারিশ্রমিক দশ টাকা পর্যন্ত গড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

show more

Share/Embed