Minor scale,chord Progressions.Part = 82.একবার শিখে নিলে, যেকোনো মাইনর স্কেলের কর্ড বার করা সহজ
Synthesizer friend Synthesizer friend
10K subscribers
4,457 views
126

 Published On Mar 18, 2022

My 2nd Channel = Music friend. Link =    • FL Studio tutorial. Part = 1.সম্পূর্ণ...  

Synthesizer tutorial. Part = 82. Minor scale chords Progressions. Find the chords of any minor scale.

Please subscribe like and share this channel.

In this channel I learn how to play the keyboard very easily step by step A to Z.
And on this channel I teach a variety of songs, including notation.

If you watch my videos from this channel one after the other, then you can learn to play synthesizer very easily at home

If you want to see the videos of my channel from the beginning, So,type "YouTube search bar" Synthesizer friend .patr - 1.and search.

if you have any question so please write me in the comment box.

Thanks for subscribe like and share.

Gmail Address= [email protected]

প্রথমেই ,সিন্থেসাইজার ফ্রেন্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই।

সিন্থেসাইজার টিউটোরিয়াল। পার্ট = 82. যেকোনো মাইনর স্কেলের কর্ড বার করার ম্যাজিক ফর্মুলা।

আমি এই চ্যানেলে কিবোর্ড বাজানো শেখাই,খুব সহজভাবে। একদম প্রথম থেকে । এবং নানা রকমের গানের স্বরলিপিসহ গানও শেখাই।

আপনি যদি আমার এই চ্যানেলে ভিডিওগুলি
প্রথম থেকে পর পর দ্যাখেন তাহলে আপনি ঘরে বসেই খুব সহজ ভাবে একদম প্রথম থেকে কিবোর্ড বাজানো শিখতে পারবেন ।

যদি আপনি এই চ্যানেলের ভিডিয়োগুলি দেখতে চান তাহলে, ইউটিউব সার্চবারে লিখুন = Synthesizer friend.part - 1.এবং সার্চ করুন ।

যদি কিছু জানতে চান,অথবা কোনো গানের স্বরলিপির প্রয়োজন হয় , তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।

এই রকম নানা ধরনের গানের স্বরলিপিসহ গান শিখতে, এবং কিবোর্ড বাজানো শিখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, করুন।

মিউজিক পার্ট সহ যে গানগুলির স্বরলিপি এই চ্যানেলে পাবেন।
---------------------------------------------------------------
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি

গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ

শুকনো পাতার নূপুর পায়ে

রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুমx

আমার পরাণ যাহা চায়

আমার ভিতর বাহিরে

তোমায় হৃদ মাঝারে রাখিব ।

দে দে পাল তুলে দে ।

যদি তোর ডাক শুনে কেউ না আসে

মাইয়্যারে মাইয়্যারে তুই অপরাধী রে

বলবো না গো আর কোনদিন ( বাউল গান )

আর কত রাত একা থাকব।

তুমি আমার প্রভু ভোলানাথ।

মঙ্গল দীপ জ্বেলে

মানুষ যে আজ আর নেই তো মানুষ ।

আজ এই দিনটাকে মনের খাতায়।

বহু দুর থেকে এ কথা দিতে এলাম উপহার।

বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে।

তোমারি চলার পথে ।

কথা হয়েছিল শুধু কথা

এই করেছো ভালো নিঠুর হে ।

আছে গৌর নিতাই নদীয়াতে ।

আগে কি সুন্দর দিন কাটাইতাম ।

ডাক দিয়াছেন দয়াল আমারে ।
একটুকু ছোয়া লাগে একটুকু কথা শুনি

পুরান সেই দিনের কথা ।

চিরদিনই তুমি যে আমার ।

আশা ভালোবাসা ।

আমি কোলকাতার রসোগোল্লা ।

ও মেরে দিলকা চ্যান ।

নফরত কি দুনিয়া ।

নাগিন ।

ইয়ে রাত ভীগি ভীগি ।

শিসে কি উমর পেয়ার কি

সাসো কি জরুরত হ্যায় জ্যায়সে

দিল এয়সা কিসিনে মেরা তোড়া

জিতা থা জিসকে লিয়ে ।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।

show more

Share/Embed