রাজশাহী ভ্রমণ - Rajshahi Tourist Place, Rajshahi Street Food, Natore Kacha Golla
Chol Jai - চল যাই Chol Jai - চল যাই
43K subscribers
688 views
24

 Published On Sep 20, 2024

রাজশাহী ভ্রমণ - Rajshahi Tourist Place, Rajshahi Street Food, Natore Kacha Golla

বগুড়া বেড়ানোর পর আমরা রওনা দিলাম রাজশাহী। বগুড়া থেকে রাজশাহী মাত্র ৩ ঘণ্টা এর পথ। রাস্তা খুব সুন্দর, চারদিকে ঘেরাও করা গাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল।

CHAPTERS
00:00 Introduction
00:22 Grand River View Hotel
01:47 Rajshahi T-Badh
02:04 Rajshahi University
02:52 C&B More Rajshahi
03:37 Grand River View Hotel Breakfast
04:21 হানিফের কালাভুনা
04:56 Grand River View Hotel Gym
05:07 Grand River View Hotel Swimming Pool
05:24 Rajshahi City
05:34 Sopura Silk
06:30 Sopura Silk Silkworms Cultivation
07:24 Sharif Tea Garden
07:50 Aurora-2
08:18 Rajshahi City (Night)
08:56 রাজশাহী আমের হাট বানেশ্বর বাজার
09:40 Puthia Rajbari
10:10 Natore Kacha Golla
10:34 Conclusion

Sharif Tea Garden Google Map Link - https://maps.app.goo.gl/CnXGZRKHW36fh...
Natore Kacha Golla Google Map Link - https://maps.app.goo.gl/uXWg7WrpeRFLD...

বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিছন্ন নগরী রাজশাহী। রাজশাহী উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর।
রাজশাহী ভ্রমণে ২দিন থাকার জন্য আমরা বেছে নিয়েছি Grand River View Hotel কে। রাজশাহীর প্রথম 4 Star হোটেল হচ্ছে Grand River View Hotel।

হোটেল এর বিপরীত পাশেই টি-বাধ, ঘুরতে চলে এলাম। বিকেল এবং সন্ধ্যা এর সময়টুকু এখানে অনেকই আড্ডা দেয়। পদ্মা নদীতে নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। সূর্যঅস্ত দেখার একটা সুন্দর পয়েন্ট হচ্ছে এই টি-বাধ।

আমার ইচ্ছে ছিল বিকেল এর মুহূর্ত এবং সকালের মুহূর্ত, এই দুই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন লাগে তা দেখার জন্য। এখন বিকেল এর মুহূর্তটা পেয়ে গেলাম, আর ঢাকা ফেরার দিন এই পথ দিয়েই যাওয়া হবে তখন সকাল এর মুহূর্তটা পেয়ে যাবো। পরিস্কার এবং বড় বড় গাছে ঘেরা এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনটা কি যে সুন্দর লাগছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে ফিরে এলাম আমাদের হোটেল এর কাছেই C&B More এ। C&B More স্ট্রিট ফুড এর জন্য অনেক জনপ্রিয়। রাস্তার এক পাশে অনেক গুলো দোকান। এক এক দোকান এ এক ধরণের মজার খাবারের পসরা নিয়ে বসেছে। এবং প্রায় প্রতিটা খাবার এর দোকানেই ভিড়।

দ্বিতীয় দিন দুপুর, টেস্ট করতে চাই হানিফের কালা ভুনা। হানিফের কালা ভুনার অনেক হাইপ এবং অনেক ভিডিও। গরুর হাঁটের ভিতর হানিফের কালা ভুনা এর দোকান। সেখানে বসে খাওয়া সম্ভব না, পার্সেল আনতে হবে। গরুর মাংস এবং কলিজা পার্সেল এনে ছিলাম, আর আমাদের হোটেল থেকে ভাত নিয়েছি। অনেক আশা করে খেতে বসে ছিলাম, কিন্তু মাংস ঠিক মত সেদ্ধ হয়নি, গরুর মাংস অতো ভালো লাগে নি, কলিজাটা ভালো ছিল।

বিকেলে বেড়িয়ে পরলাম। যাচ্ছি জনপ্রিয় সপুরা সিল্ক এ। এটা একটা বিশাল সুপার মার্কেট। কয়েকটা ফ্লোর নিয়ে সাজানো। ছেলে, মেয়ে, বাচ্চা, বড়, ছোট সব সাইজের বিভিন্ন ধরণের জামার সমারোহ, এমনকি ঘর সাজানোর আইটেমও আছে।

সপুরা সিল্ক থেকে চলে আসি শরীফ টি গার্ডেন, চা খেতে। ফুল মালাই চা অর্ডার করলাম ৮০টাকা দিয়ে। আমার মনে হয়, এখনো মুখে লেগে আছে এই মালাই চা এর স্বাদ।

রাতের খাবার এর জন্য আসলাম অরোরা ২ এ। এদের ইন্টেরিয়র এতো সুন্দর, যা বলার বাইরে। ভেবে ছিলাম আমিরাহ অনেক আনন্দ করতে পারবে, অনেক ছবি তোলা যাবে কিন্তু আজ অনেক ভিড় এই রেস্টুরেন্ট এ। কিন্তু তাদের ব্যবহার, সার্ভিস আমার খুব ভালো লেগেছে।

ঢাকা ফেরার পথে রাজশাহী শহর থেকে প্রায় ৩০ মিনিট পরে বানেশ্বর আমের বাজার। এখানে আসার পর বুজলাম এখানে দুই ধরণের জায়গা আছে আম বিক্রির, এক জায়গায় দোকানের মত বসে আম বিক্রি করে, এবং আরেক জায়গায় ভ্যান এর মধ্যে সরাসরি গাছ থেকে আম পেরে নিয়ে এসে বিক্রি করে। দুই জায়গায় আম এর দাম প্রায় একই এবং একই ধরণের আম।

এরপর চলে এলাম পুঠিয়া রাজবাড়ী। পুঠিয়া রাজবাড়ী এর বাইরের দিকটাই সবচেয়ে বেশি সুন্দর। ভেতরে প্রবেশ এর জন্য ৩০টাকা ফি দিতে হয়। ভিতরে তেমন কিছুই নেই, সব রুম ফাকা। বাড়ির পিছনের ভাগ এ বড় গোবিন্দ মন্দির। এই মন্দিরটার কারুকাজ, একদম সেইলেভেল এর কারুকাজ।

আহ কত শুনেছি নাটোরের বনলতা সেন, নাটোরের কাঁচা গোল্লা। এই প্রথম ভাগ্য হলো নাটোরের কাচ্চা গোল্লা টেস্ট করার। নাটোর শহরটা এর মধ্যে কেমন যেন একটা আদি আদি ছাপ আছে। জয়কালী বাড়ির মিষ্টির দোকানই হচ্ছে আদি দোকান। এই দোকান এর কারনেই নাটোরের কাঁচা গোল্লার এত নাম। জয় কালীবাড়ি মন্দির এর পাশেই এই দোকান।

এইতো ছিল আমাদের রাজশাহী ভ্রমণ। চেষ্টা করলাম অনেক গুলো তথ্য শেয়ার করতে। সামনে আসবো আবার নতুন ভ্রমণ গল্প নিয়ে।

‪@CholJaibyMM‬ || Moshiur Monty

KEYWORDS
rajshahi, rajshahi tourist place, rajshahi tour guide, rajshahi tour, rajshahi university, রাজশাহীর দর্শনীয় স্থানসমূহ, গ্রীন সিটি ক্লিন সিটি রাজশাহী, ক্লিন সিটি রাজশাহী, rajshahi food tour, রাজশাহী শহর, রাজশাহী ভ্রমণ, রাজশাহী দর্শনীয় স্থান, rajshahi vlog, রাজশাহীর বিখ্যাত জায়গা, beautiful rajshahi, রাজশাহীর পর্যটন এলাকা, rajshahi city, rajshahi tour and travels, রাজশাহী সব স্থান ভ্রমন, রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ, rajshahi tour vlog, রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থান,

show more

Share/Embed