আপনার ছাদে কি বাগান আছে? কীটনাশক, ফাংগিসাইড, ভিটামিন, NPK,PGR কখন কিভাবে ব্যবহার করবেন জেনে নিন
Green Friends Green Friends
429K subscribers
87,934 views
2.3K

 Published On Dec 19, 2021

#fungiside #pesticides #how_to_use_npk

ছাদে বাগান থাকলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য বানানো হয়েছে।
প্রত্যেকটা মানুষের প্রশ্ন কখন এনপিকে ব্যবহার করব কি পরিমান ব্যবহার করবো কিভাবে ব্যবহার করব কি কি মেশাবো কতদিনের গ্যাপ দিয়ে এনপিকে ব্যবহার করা যায় শুধু এমপিকে নয় প্রত্যেকটা জিনিস যেমন ফাংগিসাইড আছে প্লান্ট গ্রোথ রেগুলেটর আছে আছে বিভিন্ন ধরনের কীটনাশক সেটা জৈব ভাবে আবার রাসায়নিকভাবে।
সেই সমস্ত কিছুর ব্যবহার আমরা জেনে নেবো মাত্র একটি ভিডিওর মাধ্যমে।

এই ধরনের ভিডিও আনতে পারে বা ভিডিওটি করতে পেরে আমার খুব ভালো লাগছে কারন রোজ আমাদের সঙ্গে নতুন মানুষ যুক্ত হয় আর তার সাথে সাথে অনেক কিছু শিখতে ও জানতে তারা পারে তাদের এই নিজের চ্যানেলটির সঙ্গে থেকে।

প্রত্যেকটি মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে আগামী 16 ই জানুয়ারি আমাদের তৃতীয় মিলন উৎসব আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনাকে আহবান।

মিনি স্টোর সহ প্রচুর স্টল থাকছে আমাদের এই মিলন উৎসবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও যারা নতুন বাগান করছে তাদের এই ভিডিওটা প্রয়োজন আছে অবশ্যই তাদেরকে শেয়ার করুন তাহলে আপনার মত সেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভালো একজন বাগান করার মাস্টার।

show more

Share/Embed