One day in Beautiful Shada Pathor,Volagonj, Sylhet
Persian MotoVlog Persian MotoVlog
4.71K subscribers
95 views
10

 Published On Mar 12, 2023

#sadapathor #sylhet
sada pathor
sada pathor sylhet
sada pathor sylhet 2022
sada pathor hotel and resort
sada pathor bholaganj sylhet ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট sylhet tour
sada pathor volagonj
sada pathor sylhet bangladesh
bholaganj sada pathor ভোলাগঞ্জ জিরো পয়েন্ট
bholaganj sada pathor (সাদা পাথর)
day tour bholaganj sada pathor ratargul theory of travelling
trailer of volagonj sada pathor
sylhet sada pathor view

সাদা পাথর সিলেটের একটি নতুন পর্যটন এলাকা। চোখ যায় যদ্দুর স্তরে স্তরে সাদা পাথর-বিছানো খোলা প্রান্তর। পাহাড়ি ঢলে মেঘালয় থেকে গড়িয়ে নামা এসব সাদা পাথর এখানে তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর ভূপ্রকৃতি। সাদা পাথরের প্রাচুর্য থেকে তারপর এলাকাটারই নাম হয়ে গেছে সাদা পাথর। দু’দিকে ঢেউ-খেলানো পর্বতপ্রাচীর। মাঝখানে মেঘালয় পাহাড় থেকে লাফিয়ে-পড়া স্ফটিকস্বচ্ছ জলের তীব্র স্রোত বইছে কুলকুল শব্দে চারদিক মুখর করে। সেই জলে নীল আকাশ আর সবুজ পাহাড়ের ঘন ছায়া পড়েছে।


সাদা পাথর পর্যটন এলাকার অবস্থান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে। ভারতের সীমান্তঘেঁষা ভোলাগঞ্জের উত্তরপ্রান্তকে বলা হয় ‘দশ নম্বর’। জায়গাটা সিলেট শহর থেকে উত্তরদিকে ৩৫ কিলোমিটার। বাসে বা অটোরিকশায় যেতে সময় লাগে মোটামুটি এক ঘণ্টা। দেশের সবচেয়ে বড় পাথরখনি এই ভোলাগঞ্জেই। তাই সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক হাজার হাজার ট্রাকের চাপে ভীষণ ব্যস্ত একটি সড়ক। কিছুদিন আগেও খুবই খারাপ ছিল রাস্তাটি। কিন্তু এখন গোটা রাস্তাটা আরও চওড়া করে পিচের বদলে পাথর-সিমেন্ট দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে। লোকাল বাস ছাড়াও নেমেছে দোতলা বিআরটিসি এবং

সাদা পাথর পরিবহন নামে নতুন দু’টি বাস সার্ভিস। আছে সিএনজি-চালিত অটোরিকশা। সিলেট শহরের আম্বরখানায় সিএনজি-চালিত অটোরিকশার স্টেশন, ‘দশ নম্বর’ পর্যন্ত জনপ্রতি ভাড়া ১২০ টাকা। বাস স্টপেজের অবস্থান আম্বরখানা থেকে আনুমানিক দু’শো গজ উত্তরে মজুমদারিতে। মজুমদারি থেকে সাদাপাথর সংলগ্ন জিরো পয়েন্ট পর্যন্ত বিআরটিসির ভাড়া ৬০ টাকা এবং ট্যুরিস্ট বাস ‘সাদা পাথর পরিবহন’-এর ভাড়া ৭০ টাকা। এছাড়া মজুমদারি থেকে লোকাল বাসে ভোলাগঞ্জ পয়েন্টে নেমে রিকশা বা টমটমে করেও যেতে পারেন ‘দশ নম্বরে’, তবে লোকাল বাসগুলি একেবারে ছোট আর জরাজীর্ণ।

show more

Share/Embed