সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিজের গলায় জীবনে প্রথম বাংলা ছবিতে গান । Tribute To Soumitra Chatterjee
PiluPiloo T.V PiluPiloo T.V
5.68K subscribers
5,621 views
104

 Published On Nov 15, 2020

সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিজের গলায় জীবনে প্রথম বাংলা ছবিতে গান । Tribute To Soumitra Chatterjee
২০১৪ সাল,
সৌমিত্র দা কে জোর করে ভর্গনাথ ভট্টাচার্যর ছবি " যারা রোদ্দুরে ভিজেছিল " রবি ঠাকুরের গান গাইয়েছিলাম । ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল আমার । ছবিতে যে গান গুলো থাকবে সেই গান গুলো ছবিতে অভিনয় করা চরিত্ররা ই গান গুলো রেকর্ডিং করবেন এই ভাবনাটা বন্ধু পরিচালক ভর্গনাথ ভট্টাচার্য কে বলা মাত্র রাজী হয়ে গেছিলো । সবাই রাজি হয়ে গেলেও রাজি হননি সৌমিত্র চট্টোপাধ্যায় । অবশেষে তাঁকে দিয়ে গান এবং কবিতা রেকর্ডিং করাতে সফল হলাম , কারন তার ডাক নাম আর আমার ডাক নাম অনেকটাই এক । পলু রাজি হয়েছিল পিলুর সঙ্গীত পরিচালনায় গান গাইতে ।
২০২০ ১৮ই মার্চ
আমার জীবনে প্রথম ফিচার ফিল্ম " নাসিরুদ্দিন বাঁশিওয়ালা " র মুল চরিত্র " নাসিরুদ্দিন " করবেন পলু দা ।গল্প আর স্ক্রিপ্ট শুনে রাজী হয়ে গেলেন এবং আমার জন্য নাম মাত্র সাম্মানিক এ কাজ টি করবেন কথা দিলেন । নভেম্বর মাস থেকে আমরা শুটিং শুরু করবো । মুম্বাইয়ের প্রযোজক আনন্দে আত্মহারা হয়ে ২৫শে মার্চ আডভান্স করতে আসবেন বলে মুম্বাইয়ে পাড়ি দিলেন ।
২২ শে মার্চ লক ডাউন শুরু হয়ে যাওয়ায় কাজ টা পিছিয়ে গেল । কিন্তু তাকে নিয়ে আমার জীবনে প্রথম ফিচার ফিল্ম " নাসিরুদ্দিন বাঁশিওয়ালা " করা হোলো না ।
তবুও তোমার সাথে দীর্ঘ ২০ বছরের নানান দিনের নানান সুমধুর স্মৃতি তোমাকে আমাদের কাছে আজীবন " অপরাজিত " করে রাখবে ।
প্রণাম ।

show more

Share/Embed