How to be rich | 5 Law of gold | The richest man in Babylon Book Summary |Financial Education Bangla
Finance পাঠশালা Finance পাঠশালা
61.7K subscribers
78,703 views
2.1K

 Published On May 30, 2022

How to be rich | 5 Law of gold | The richest man in Babylon Book Summary |Financial Education Bangla
তৎকালীন ব্যাবিলনে অর্থ বিত্ত সমবন্ধীয় জ্ঞান বিজ্ঞানের একটি টেম্পল প্রতিষ্ঠা করা হয় যেখানে সাধারণ মানুষদের শেখানো হতো কিভাবে একজন সাধারন মানুষও চাইলে প্রচুর সম্পত্তির মালিক হয়ে তাদের দেশকে সমৃদ্ধ করতে পারে।
আজকের ভিডিওতে আমরা যে বইটির সামারি শেয়ার করতে যাচ্ছি এর নাম দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাভিলিয়ন । বইটিতে ওই সমস্ত প্রিন্সিপালগুলো শেখানো হয়েছে যেগুলো ব্যবহার করে ব্যাবিলন এর মানুষেরা তৎকালীন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী ও সম্পদশালী হয়ে উঠতে পেরেছিল। অর্থবিত্ত সম্মদিও জ্ঞান চর্চার সেই প্রাগৈতিহাসিক বিদ্যালয়ে এমন কি শেখানো হয়েছিল যা একটা সভ্যতাকে পৃথিবীর ইতিহাসে চির অমর করে রেখেছে সেখানে এমন কি শেখানো হয়েছিল যার থেকে ওই দেশটির প্রতিটি মানুষ ধনী হয়ে উঠতে পেরেছিল।
তৎকালীন ব্যাবিলনের সেই প্রিন্সিপাল গুলো বর্তমান সময়েও একইভাবে কার্যকর। আজকে আমরা এই বইটি থেকে টাকা পয়সার ব্যাপারে এমন ৫ টি নিয়ম শিখব যেগুলো ব্যক্তি জীবনে ব্যবহার করে আপনি চাইলে অপার ধন সম্পত্তিকে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন।
যে ব্যক্তি এই পাঁচটি নিয়ম মানবে না তার কাছে তো হয় ধনসম্পত্তি আসেই না কিংবা emotion আসলেও সেটা থাকে না। আর যে এই পাঁচটি নিয়ম মেনে চলবে তার কাছে সম্পত্তি একের পর এক আসতে থাকবে এবং তার টাকা পয়সা তার জন্য একজন উত্তম সেবক হিসাবে কাজ করবে।

show more

Share/Embed