১২ বছর বয়সী অধ্যাপকের বক্তব্য শুনতে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে উপচে পড়া ভিড়।
News Bengal 365 News Bengal 365
1.2K subscribers
8,335 views
0

 Published On Aug 14, 2024

১২ বছর বয়সী অধ্যাপকের বক্তব্য শুনতে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে উপচে পড়া ভিড়।

সুস্মিতা দাস, নিউজ বেঙ্গল 365, করিমগঞ্জ: বরাক উপত্যকা সফর করে গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষুদে অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বারি।
বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপকের বক্তব্য শুনতে এদিন বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে ছিলো উপচে পড়া ভিড়।
মঙ্গলবার ইআরডিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহবুবুল হকের উদ্দ্যোগে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে‌ প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মাত্র ১২ বছর বয়সী বিশ্ব কাপানো অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বারী। বর্তমান নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিশ্বের সর্বকনিষ্ঠ এই অধ্যাপক মঙ্গলবার বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে‌ উপস্থিত হয়ে 'চিলড্রেন এন্ড সাইন্স' বিষয়ের উপর একাধিক বক্তব্য দেন। পাশাপাশি ছাত্র ছাত্রী ও অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করেন। আর এই রোমাঞ্চকর অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার হাজার হাজার ছাত্র ছাত্রী।
#newsbengal365 #highlightseveryone #highlights2024 #Karimganj #Silchar

show more

Share/Embed