বন্ধ কান খোলার উপায় | How to unclog ears | মাথা ঘোরার কারণ | Vertigo/Dizziness/Tinnitus Treatment
Dr. Md. Ehtesham Khaled Dr. Md. Ehtesham Khaled
30.2K subscribers
910,276 views
19K

 Published On Premiered Sep 30, 2021

হাঁচি-সর্দি, কাশি, গলাব্যথা,ঠান্ডা লাগা থেকে অনেক সময় কানে তালা লাগার ঘটনা ঘটে। অনেকেই কানে তালা লাগার বিষয়টিকে হালকাভাবে নিয়ে থাকেন; কিন্তু এটি মোটেও তা নয়। কানে তালা লাগার এই অবস্থা দ্রুত মধ্যকর্ণে অর্থাৎ কানের পর্দার ভেতরের দিকে প্রদাহ বা ইনফেকশন সৃষ্টি করতে পারে। কানে তালা মানে কান বন্ধ হয়ে থাকা, কিছু না শোনা। যদিও বিষয়টি ঔষধের মাধ্যমে কমে যায়; তবে কানের এই সমস্যা একেবারে হালকা নয়। কানের পর্দা আমাদের কানকে বহি:কর্ণে ও মধ্যকর্ণে বিভক্ত করে।

* কেন কানে তালা লাগে/বন্ধ হয়ে যায়? :
অডিটরি টিউব যা নাকের সাথে গলা ও কানের সংযোগ স্থাপন করে। অডিটরি টিউব মধ্যকর্ণ ও আবহাওয়ার বায়ুচাপের ভারসাম্য রক্ষা করে। কোন কারনে এই টিউব বন্ধ হয়ে গেলে/ঠিকমতো কাজ না করলে মধ্যকর্ণে পানি জমে প্রদাহ হতে পারে। সাধারণত হাঁচি, সর্দি, কাশির বা ঠান্ডা লাগার কারণে কানের সাথে নাক এবং গলার মধ্যে যোগাযোগ রক্ষাকারী টিউবটি আংশিক বা সম্পূর্ণভাবে সাময়িক বন্ধ থাকে। ফলে মধ্যকর্ণের সঙ্গে বাইরের পরিবেশের যোগাযোগে বিঘ্ন ঘটে। শ্বাসনালীর ওপরের অংশে জীবাণু সংক্রমণ বা প্রদাহ আপনার কানের সমস্যার কারণ হতে পারে। এ জন্য সর্দি ও সাইনোসাইটিস জটিল হওয়ার আগেই চিকিৎসা নিন। না হলে মধ্যকর্ণে প্রদাহ হয়ে ফুলে গিয়ে পানি জমতে পারে।


*কাদের এ সমস্যা হতে পারে? :
সাধারনত স্কুলগামী বাচ্চাদের এই সমস্যা বেশী দেখা গেলেও যেকোন বয়সের যে কেউ আক্রান্ত হতে পারেন। যে সকল বাচ্চাদের নাক ডাকার অভ্যাস আছে তাদের মধ্যকর্ণে পানি জমা হতে পারে। এ রোগের উল্লেখযোগ্য কারণ সমূহের মধ্যে রয়েছে :

১) ঘন ঘন উর্দ্ধশ্বাসনালীর সংক্রমন ; যেমন: সর্দি-কাশি-নাক বন্ধ।
২) প্রায়ই এলার্জি জনিত নাকের প্রদাহ/এলার্জিক রাইনাইটিস ;
৩) ক্রনিক টনসিলের ইনফেকশন;
৪) শিশুদের ক্ষেত্রে নাকের পিছনে এডিনয়েড নামক লসিকাগ্রন্থি বড় হয়ে যাওয়া;
৫) নাকের হাড় বাকা/ক্রনিক সাইনোসাইটিস এর সমস্যা;
৬) ভাইরাল ইনফেকশন।
৭)এছাড়া নাকের পিছনে ন্যাসোফ্যারিংস নামক স্থানে কোন টিউমার হলে।

*লক্ষণ কী/রোগী কী কী কষ্ট অনুভব করে?
১. মধ্যকর্ণে পানি জমা হয়ে প্রদাহ হলে সর্দি কাশির সঙ্গে হঠাৎ করে কান বন্ধ হয়ে যায়। অনেকে এক কানে তালি দেওয়া বলে অভিহিত করেন।

২. হঠাৎ করেই কানে বেশ ব্যথা মনে হয়।

৩. কানের মধ্যে ফড়ফড় করে এবং ভোঁ ভোঁ শব্দ হয় যাকে বলা হয় টিনিটাস ।

৪. কানে কম শোনা যায়।

৫. ইনফেকশন বেশি তীব্র হলে কানের পর্দা ফুটো হয়ে কান বেয়ে রক্ত মিশ্রিত পানির মত পড়ে কিংবা পুঁজ পড়ে।
এ রকম সমস্যা দেখা দিলে জটিলতার আগেই একজন নাক-কান-গলার চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত। চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারেন বর্তমানে কানের পর্দার অবস্থা কী রকম, পর্দা কী ফুটো হয়েছে, না হয়নি।

There are several techniques you can try to unclog or pop your ears:

1. Swallowing
When you swallow, your muscles automatically work to open the Eustachian tube. This tube connects the middle ear to the back of your nose.

Chewing gum or sucking on hard candy can also help activate this response.

2. Yawning
Yawning also helps open the Eustachian tube. If you can’t yawn on cue, try a fake yawn. Open your mouth as wide as it will go while breathing in and out. This may have the same result. Try “yawning” every few minutes until your ears pop.

3. Valsalva maneuver
Pinch your nostrils closed with your fingers. Try to keep your cheeks neutral, or pulled in, rather than puffed out. Next, blow air gently through your nostrils. This generates pressure in the back of the nose, which may help open the Eustachian tube.

4. Toynbee maneuver
For this technique, pinch your nostrils closed with your fingers while swallowing. Some researchTrusted Source indicates that the Toynbee maneuver is just as effective as the Valsalva maneuver, though results differ from person to person. You may want to try both to determine which method works best for you.

5. Applying a warm washcloth
Holding a warm washcloth or covered heating pad against the ear can help eliminate congestion and open the Eustachian tube. This method can also feel soothing. It may be most effective if you have clogged ears due to a cold, the flu, or allergies.

show more

Share/Embed