তিনটি গুরুত্বপূর্ণ রাসুল (স.)-এর সুন্নাহ! আপনার জীবনকে পরিবর্তন করে দিবে!
Muradnagar Waz Media Muradnagar Waz Media
21.1K subscribers
38 views
1

 Published On Jun 21, 2024

যে ব্যক্তি আমার কোনো মৃত সুন্নাহকে জীবিত করলো, সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে তো জান্নাতে আমার সাথেই থাকবে।"[তিরমিজি ২৬৭৮]
.
#"যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো (সুন্নাহকে অপ্রয়োজনীয় মনে করলো), সে আমার উম্মতই নয়।"[বুখারি ৫০৬৩]
.
"মিযানের পাল্লায় যখন একজনের হিসেবে ফরজ ও ওয়াজীবের ঘাটতি হবে, তখন তার করা সুন্নাহ ও নফল আমল দিয়ে সে ঘাটতি পুরণ করা হবে।"[আবু দাউদ, ৪৮৬]
.
"ততোদিন তোমরা পথভ্রষ্ট হবেনা, যতোদিন আকড়ে ধরে রাখবে 'কুরআন' ও সুন্নাহ'কে।"[মুয়াত্তা মালিক, ১৬০৪)

— যারা শুধু মুখে নয়, বাস্তবেও রাসূল (সা.)-কে ভালবাসতে চান, তারা রাসুলের প্রতিটি সুন্নাহকে গুরুত্বসহ পালনের চেষ্টা করুন, এটাই রাসুল (স.) প্রতি প্রকৃত ভালোবাসা, প্রকৃত হক্ব আদায়ের প্রচেষ্টা।]

show more

Share/Embed