বানী চিরন্তনী বিখ্যাত ব্যক্তিদের বাণী বাণী ও উক্তি l Bangla Motivational Video l শেক্সপিয়ারের উক্তি
Tumi Parbe Tumi Parbe
97K subscribers
1,960 views
47

 Published On Dec 29, 2020

বানী চিরন্তনী বিখ্যাত ব্যক্তিদের বাণী বাণী ও উক্তি l Bangla Motivational Video l শেক্সপিয়ারের উক্তি

Facebook: www.Facebook.com/liketutul

উইলিয়াম শেক্সপিয়র

উইলিয়াম শেক্সপিয়র (ব্যাপ্টিজম ২৬ এপ্রিল, ১৫৬৪; মৃত্যু ২৩ এপ্রিল, ১৬১৬) ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাঁকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাঁকে ইংল্যান্ডের "জাতীয় কবি" এবং "বার্ড অফ অ্যাভন" (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে।

কবিতার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব উইলিয়াম শেক্সপিয়র এর জীবন পাল্টে দেওয়ার কিছু অমূল্য বানী।


আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে।

সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো।

যদি গুন না থাকে তবে অভিনয় করো
তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে।

আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।

সততার নিকট দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না।

সাফল্যের তিনটি শর্ত :
১. অন্যের থেকে বেশী জানুন।
২. অন্যের থেকে বেশি কাজ করুন।
৩. অন্যের থেকে কম আশা করুন।

তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর।
কিন্তু যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেও না।

ঈশ্বর তার নিজের মতো করে তোমাকে একটি চেহারা দিয়েছেন ,
কিন্তু নিজের স্বার্থের জন্য তুমি সেটাকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করো।


ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু
পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না।

নারীর কাছে সন্তান প্রসব একটা তৃপ্তিকর শান্তি।

সচেতনতা আমাদের সবাইকে কাপুরুষ বানিয়ে দিয়েছে।

প্রত্যাশাই সকল মর্মবেদনার কেন্দ্র বিন্দু।

আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।

মন যদি প্রস্তুত থাকে তাহলে সবকিছুই প্রস্তুত আছে ।

অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।

সত্তিকারের ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না ।

সে ভালোবাসা ভালোবাসাই নয় যা বিকল্প মানুষকে পেলেই বদলে যায়।

যে ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না ।

একটু অভিমানে যদি কারো চোখে জল আসে তবে মনে রাখ, তার চেয়ে তোমাকে কেউ ভালবাসেনা।

ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।


আজ এ পর্যন্তই ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক এবং কমেন্ট করে জানাবেন।
আপনার সাথে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে।
সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং অন্যকে ভাল রাখুন।

Tag:
#বাণী চিরন্তনী বিখ্যাত ব্যক্তিদের বাণী,বাণী চিরন্তনী,বিখ্যাত ব্যক্তিদের উক্তি,বাণী ও উক্তি,বাণী,উক্তি বিখ্যাত,উপদেশ মূলক বাণী,বাণী চিরন্তনী বিখ্যাত ব্যাক্তিদের বাণী,বানী চিরন্তনী বিখ্যাত ব্যক্তিদের বাণী,বিখ্যাত ব্যক্তিদের বাণী,বিখ্যাত উক্তি,মনীষীদের বাণী,উপদেশ বাণী,বিখ্যাত উপদেশ মূলক বানী,সফল ব্যক্তিদের বানী,বাণী চিরন্তনী বিখ্যাত ব্যক্তিদের বাণ,বিখ্যাত মনীষীদের বানী,বিখ্যাত মনীষীদের বাণী,বানী চিরন্তনী,বানী চিরন্তণী বিখ্যাত ব্যক্তিদের বানী,বাণী চিরন্তন বিখ্যাত ব্যক্তিদের উক্তি,বানী ও উক্তি

bangla motivational video, #motivational video, #bangla motivation,bengali motivational video,motivational video in bangla,bangla motivation video,bangla motivational speech,motivational speech bangla,bangla inspirational video,motivational speech,bangla,motivational video bangla,powerful bangla motivational video,motivation,motivation video bangla,motivation video in bangla,powerful bangla motivation speech,best motivational video,inspirational video,motivation bangla,tgp motivational

show more

Share/Embed