Jumur Rani এর কন্ঠে, স্বার্থের জন্য আপন সাজে স্বার্থ শেষে ভুলে যায়, বাস্তব মূখি গান, TH Tarek Giti |
TH Tarek Gallery TH Tarek Gallery
457 subscribers
1,685 views
43

 Published On Aug 3, 2024

👌 || বেঈমান চিনা বিষম দায়
🎤 || শিল্পী: ঝুমুর রাণী
✍️️ || কথা: টি এইচ তারেক
🎧 || সুর: প্রচলিত

স্বার্থের জন্য আপন সাজে
স্বার্থ শেষে ভুলে যায় ।।
এই দুনিয়ায় বেঈমান চিনা বিষম দায়,,,,,,,

মিষ্টি মিষ্টি কথা বলবে
কাছে এসে মন বুলাবে ।।
বুকের ভিতর জায়গা নিবে
করবে আগাত কলিজায় ।। ঐ,

আপন জেনে কুলে নিলে
বসতে দিলে হৃদমহলে ।।
বিষের আগুন যাবে জ্বেলে
জ্বলবে অন্তর যন্ত্রণায় ।। ঐ,

টি এইচ তারেক সহজ সরল
বুঝে নাতো আসল নকল ।।
কত আছে স্বার্থের পাগল
চিনার নাই কোনো উপায় ।। ঐ,

show more

Share/Embed