সুস্মিতা সিনহা-র সঙ্গে 'তেঁতুলতলার গান', পর্ব -১২
তেঁতুলতলার গান তেঁতুলতলার গান
1.57K subscribers
780 views
51

 Published On Premiered Oct 5, 2024

ছবিয়েত ইউনিয়ন দলের নিবেদন।
গানে-গল্পে-আড্ডায়, পরিবেশ ও প্রতিবেশের সহাবস্থানকে উদযাপন করার এ এক ছোট্ট প্রয়াস!!!

পারুল মুখার্জী, বিদ্যাসাগর কলোনির সকলের পারুল পিসি – একাধারে ভারতের স্বাধীনতা সংগ্রামী, অন্য দিকে উদ্বাস্তু কলোনির প্রথমদিকের বাসিন্দা, পরিবেশপ্রেমী, শিক্ষিকা। অনুশীলন সমিতির সদস্য, সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী পারুল মুখার্জী ব্রিটিশ পুলিশকে একাধিকবার ধোঁকা দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রাম সক্রিয় অংশ নিয়েছিলেন –টিটাগড় মামলায় ধরা পড়ার ফলে অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেন পারুল পিসি। ভারতের স্বাধীনতার সঙ্গে আসে দেশভাগ। স্বাধীনতা সংগ্রামী পারুল পিসি তাঁর পরিবারের সঙ্গে বাসা বাঁধেন দক্ষিণ কলকাতার বাস্তুহারা কলোনি বিদ্যাসাগরে। কলোনিতে আজও পারুলিপিসির গল্প শোনা যায়–একদল বাচ্চা সারি বেঁধে পারুল পিসির সাথে কলোনি স্কুলে যান, কীভাবে পিসি উদ্ধার করেন এক আহত কুকুর, আদর দিয়ে বাঁচিয়ে রাখেন হাঁস, গরু, বিড়াল, পাখি – বাঁচিয়ে রাখেন আমাদের প্রতিবেশ।
এই তেঁতুলগাছের বয়স ভারতের স্বাধীনতার সমান। পারুল পিসি যে গাছ রোপন করেছিলেন, এখন তা গোটা কলোনির প্রতিবেশের অভিভাবকসম। তেঁতুলতলার গানে গানে আমরা মনে করি পারুল পিসিকে, উদযাপন করি, বাঁচিয়ে রাখি তাঁর রোপন করা এই মহীরুহকে।

শিল্পী : সুস্মিতা সিনহা
গানের কথা ও সুরঃ বিদ্যুৎ ভৌমিক

পরিচালনা: দেবলীনা
চিত্রগ্রহণ: অরিত্র, তাপস, সনৎ
তেঁতুলগাছের আর্কাইভঃ দেবলীনা
শব্দগ্রহণ: সব্যসাচী, সৌম্য
সম্পাদনা: স্বর্ণাভ
শব্দ পুনর্যোজনাঃ সব্যসাচী
বিষয়লেখনীঃ অলীক, দেবলীনা, নবদীপা এবং সমতা
শব্দগ্রহণ সহযোগিতা: প্রদীপ্ত
লোগো ডিজাইনঃ সুচন্দ্রা দাস

শব্দমিশ্রণ ষ্টুডিও: সাউন্ড অফ সাইলেন্স
এডিট ষ্টুডিও: লা কাসা ষ্টুডিও

সামগ্রিক সহযোগিতাঃ বিকাশ, দেবযানী, ফারহা, ঝিলম, ময়ূরাক্ষী, পাপিয়া, সুস্মিতা, তনুশ্রী, তাপস, ত্বিষা, দীপা, আজহার, সুকান্ত এবং মালতী মজুমদার

কৃতজ্ঞতা: মনোরম মুখার্জী, অনুপম মুখার্জী, সুস্মিতা মুখার্জী, রীণা মুখার্জী, সৌমী মুখার্জী, অনুষ্কা মুখার্জী, লীলা মুখার্জী

উপস্থাপনায়
ছবিয়েত ইউনিয়ন দল

show more

Share/Embed