HEY SAMALO NRITT
Nritt SUST Nritt SUST
568 subscribers
8,685 views
189

 Published On Dec 16, 2022

বাংলার ইতিহাসে সংগীত, বিশেষ করে "গণসংগীত" সবসময়ই প্রতিবাদের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে এসেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক কিংবা অধিকার আদায়ের সংগ্রাম, বাঙালীর সৃষ্টি এই গণসংগীতগুলো বারবার আন্দোলনকে করেছে উজ্জীবিত এবং মনোবলকে করেছে ইস্পাত-দৃঢ়। তাই এক একটি আন্দোলনকে ধারণ করা এই গণসংগীতগুলোর গুরুত্ব বাঙালীর ইতিহাসে অসামান্য। তার-ই প্রতি সম্মান জানিয়ে "কোক স্টুডিও বাংলা"র প্রথম পর্বের সর্বশেষ এবং অনবদ্য এক পরিবেশনা ছিলো 'হেই সামালো'।

এই বিজয় দিবসে, অসাধারণ এই 'গণসংগীত'টির সাথে "নৃৎ" এর একঝাঁক নৃত্যানুরাগীদের এবারের পরিবেশনা।

পরিবেশনায়ঃ শ্রেয়সী, স্বস্তিকা, মোয়াজ, সাগর, আজমেরী, প্রকৃতি, ইপ্তি, মানসূরা
চিত্রগ্রহণ ও সম্পাদনাঃ ইমরুল হাসান
সহযোগিতায়ঃ মাশফিক উপল অমি

show more

Share/Embed