লেয়ার মুরগী পালন পদ্ধতি । লেয়ার মুরগীর খামার করার আগে সঠিকভাবে পালন জেনে রাখুন-
রহস্য ট্রাভেল রহস্য ট্রাভেল
33.9K subscribers
45,865 views
778

 Published On May 25, 2022

লেয়ার মুরগী পালনে যে ভূলগুলো কখনো করবেন না।লেয়ার মুরগীর খামার করার আগে সঠিকভাবে পালন জেনে রাখুন


Rohosso Travel Ep-48
This video is about: লেয়ার মুরগী পালন।
Name of Farmer : মোঃ মাহবুবুর রহমান
Contact : 01732-107792

লেয়ার মুরগি পালনের বিস্তারিত তথ্য :
---------------------------------------------------------------
জানা গেছে, দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর ২০১৯ সালের প্রথম দিকে দেশে ফিরে আর্থিক সংকটে পড়েন মাহাবুবুর রহমান। এরপর ইউটিউবে দেশের বিভিন্ন স্থানে লেয়ার মুরগির খামার দেখে উদ্বুদ্ধ হন। পরে লেয়ার মুরগির খামার করতে আগ্রহী হন। এরপর শুরু তার পথচলা। প্রথমে মাহাবুবুর রহমান তার নিজ বাড়িতে প্রথমে একটি মুরগির শেড তৈরি করে এক হাজার লেয়ার মুরগি পালন শুরু করেন। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার দুটি ভালো মানের মুরগির শেড এবং ছোট-বড় মিলিয়ে প্রায় ২ হাজার ৫০০ মুরগি রয়েছে। যা থেকে তিনি দৈনিক প্রায় ২ হাজার ৩০০ ডিম পেয়ে থাকেন। বর্তমান খাদ্যের দাম বৃদ্ধি এই জন্য চলতি মৌসুমে খুব একটা লাভ হচ্ছে না।


সোনালী মুরগীর খামার --    • সোনালী মুরগী পালনে লাভ লোকসান হিসাব |...  


যেকোনো ধরনের উদ্যোক্তার গল্প বা কৃষিভিত্তিক ভিডিও করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন -০১৯২০৩০৬৫৯০

show more

Share/Embed