ইলেকট্রনিক্স ল্যাব ,সার্টিফিকেট প্রাপ্ত পরীক্ষার কার্যকম চলছে।
PABNA TTC PABNA TTC
1.81K subscribers
140 views
20

 Published On Jul 3, 2024

ইলেকট্রনিক্স ল্যাব ,সার্টিফিকেট প্রাপ্ত পরীক্ষার কার্যকম চলছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) থেকে ইলেকট্রনিক্স ল্যাব সার্টিফিকেট প্রাপ্ত পরীক্ষার বিষয়ে তথ্য নীচে দেওয়া হলো:

ইলেকট্রনিক্স ল্যাব সার্টিফিকেট কোর্স:
কোর্সের নাম: ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন এবং মেইনটেন্যান্স
কোর্সের মেয়াদ: সাধারণত ৩ মাস
পাঠ্যক্রম: এনালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স, সার্কিট ডিজাইন, সোল্ডারিং এবং ট্রাবলশুটিং
ব্যবহারিক শিক্ষা: ল্যাবে ব্যবহারিক সেশন, প্রজেক্ট ওয়ার্ক
ফরম্যাট:
লিখিত পরীক্ষা: কোর্সের তাত্ত্বিক জ্ঞান যাচাইয়ের জন্য
ব্যবহারিক পরীক্ষা: ল্যাবে সরাসরি কাজ করার দক্ষতা মূল্যায়ন
সার্টিফিকেট প্রদান:
সফলভাবে কোর্স এবং পরীক্ষাগুলো সম্পন্ন করার পর পাবনা টিটিসি থেকে ইলেকট্রনিক্স ল্যাব সার্টিফিকেট প্রদান করা হয়। পাবনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) থেকে ইলেকট্রনিক্স ল্যাব সার্টিফিকেট প্রাপ্ত পরীক্ষার বিষয়ে তথ্য নীচে দেওয়া হলো:

show more

Share/Embed