profex super | কি কি কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করবেন।
Agri-Tech Shanto Agri-Tech Shanto
104K subscribers
84,713 views
960

 Published On May 7, 2022

কীটনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই কীটনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে কীটপতঙ্গের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে, মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "প্রোফেনোফস ৪০ % + সাইপারমেথ্রিন ৪ %ইসি" কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক গুলো নিয়ে।

ব্যবহার : পোকা — তুলোর বিভিন্ন বোলওয়ার্ম , জাব , জ্যাসিড , সাদামাছি , আঁশপোকা , থ্রিপস , দয়েপোকা , ফলের মাছি , ডাঁটা ও ফলছিদ্রকারী পোকা , পাতা খেকো পোকা , সাইলা , হীরকপিঠ মথ , শোষক পোকা , মাকড় ইত্যাদি ।

ফসল — টমাটো , বেগুন , লঙ্কা , বাঁধাকপি , ফুলকপি , ট্যাড়স ও অন্য সবজি , তুলো , আখ , আম , পেয়ারা , লিচু ও অন্য ফলগাছ , ফুল , পাতাবাহার ইত্যাদি ।

ফর্মুলেশান : প্রোফেনোফস ৪০ % + সাইপারমেথ্রিন ৪ %ইসি - ৪৪ % মাত্রা : স্প্রে -১ মিলি / লিটার জল

বাণিজ্যিক নাম : ৪৪ % ই.সি. – রকেট ( পি.আই. ) , পলিট্রন - সি ( সিনজেনটা ) , প্রোফেক্স সুপার ( নাগার্জুন ) , পারমিট ( হিন্দ . পালভা . ) , সাইপ্রো ( সালফার ) , হিটসেল ও হেলিওনেক্স ( এক্সেল ) , পতাকা ( ট্রপি . এগ্রো . ) , ডায়নোসর ( ভারত ) , গুগলি ( অনু ) , বীরকোম্বি ( ই . প্যারি ) , প্রফেসর ( প্ল্যান্ট রিমে . ) , প্রোসানথ্রিন ( হিম্যান ) , প্রো - রিন ( নর্দান মিনা . ) , ব্যাঞ্জো সুপার ( ইনসেক্টি ) , প্রোগ্রেস প্লাস ( হেরানবা ) , ডিরেক্ট ( জিপসপি ) , প্রস্পার ( দেবী ) , মিনিস্টার ( জেইউ পেস্টি ) , কিলক্রন প্লাস ( ক্রিস্টাল ) , প্রোফেগান প্লাস ( ম্যাথটে ) , অজন্তা সুপার ( ই . প্যারী ) ।

সতর্কতাঃ কীটনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু কীটনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু কীটনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. কীটনাশক ব্যবহারের সময় কীটনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত।
৩. কীটনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।

#profex_super
#insecticide


ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠:    • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠  

কীটনাশক পরিচিতি:    • কীটনাশক পরিচিতি  

কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋:    • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋  

কীটনাশক, ফাংগিসাইড, বীজ এবং সার কিনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://wa.me/c/917076392952


আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/37819...

Instagram
@agritechshanto. https://www.instagram.com/invites/con...

Twitter🐦
https://twitter.com/AgriShanto?s=09

আমাদের ফেসবুক
Facebook page   / agri-tech-shanto-397032297779548  

show more

Share/Embed