জাহান্নাম জান্নাত নিয়ে বিস্তারিত আলোচনা করলেন জুবায়ের আহমেদ আনসারী I Zubair Ahmed Ansari
Fijaislam TV Fijaislam TV
6.97K subscribers
5,035 views
46

 Published On Premiered Sep 1, 2024

জাহান্নাম জান্নাত নিয়ে বিস্তারিত আলোচনা করলেন জুবায়ের আহমেদ আনসারী I Zubair Ahmed Ansari #Fijaisam
জুবায়ের আহমেদ আনসারী কেষ্ট ওয়াজ

ইসলাম ধর্মে জাহান্নাম (নরক) এবং জান্নাত (স্বর্গ) সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এগুলো পরকালীন জীবনের দুইটি ভিন্ন অবস্থান।

জাহান্নাম (নরক):
অর্থ : জাহান্নাম শব্দটি আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো “ভয়াবহ অগ্নিকুণ্ড”। এটি এমন একটি স্থান যেখানে পাপীদের শাস্তি দেওয়া হবে।
-বর্ণনা কুরআন এবং হাদিসে জাহান্নামকে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে অগ্নি, তীব্র গরম, এবং অন্ধকার রয়েছে। পাপীদের সেখানে কঠোর শাস্তি দেওয়া হবে।
শাস্তি বিভিন্ন ধরনের শাস্তি সম্পর্কে বলা হয়েছে, যেমন ত্বক পোড়া, চামড়া ছিঁড়ে যাওয়া, এবং শৃঙ্খলিত অবস্থায় আগুনের মধ্যে থাকা।
কারা সেখানে যাবে যারা আল্লাহর আদেশ অমান্য করে, পাপাচারী, কাফের, মুনাফিক এবং যেসব মানুষ শিরক (আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা) করেছে, তারা জাহান্নামে যাবে।
আল্লাহর রহমত যদিও জাহান্নাম একটি কঠোর স্থান, তবুও বলা হয়েছে যে আল্লাহ পাপীদের প্রতি দয়ালু এবং তারা তওবা করলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতে পারেন।

জান্নাত (স্বর্গ):
অর্থ জান্নাত শব্দটি আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো “উদ্যান” বা “বাগান”। এটি একটি স্থান যেখানে মুমিনরা পরকালে শান্তি ও সুখের জীবন কাটাবে।
বর্ণনা জান্নাতকে অত্যন্ত সুন্দর, সবুজ উদ্যান, যেখানে প্রবাহিত হয় দুধ, মধু এবং বিশুদ্ধ পানির নদী। সেখানে সব ধরনের সুখ-স্বাচ্ছন্দ্য, ফল-মূল এবং নানারকম নিয়ামত বিদ্যমান।
-পুরস্কার মুমিনদের জন্য এখানে রয়েছে অনন্তকাল ধরে শান্তি, সুখ এবং আল্লাহর সান্নিধ্য। সেখানে তারা যা চাইবে, তাই পাবে।
কারা সেখানে যাবে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, সৎ কাজ করেছে, আল্লাহর আদেশ মেনে চলেছে, তারা জান্নাতে প্রবেশ করবে।
চিরকালীন শান্তি জান্নাতে প্রবেশকারী ব্যক্তি কখনোই আর কষ্ট বা দুঃখ দেখবে না। তারা আল্লাহর রহমত এবং সান্নিধ্যে থাকবে চিরকাল।

পরিশেষে:
জাহান্নাম ও জান্নাত ইসলামের আখিরাত বা পরকালীন জীবনের দুটি পরিণতি, যা নির্ধারিত হবে একজন ব্যক্তির এ পৃথিবীর জীবনে তার বিশ্বাস, আচরণ এবং আল্লাহর প্রতি আনুগত্যের উপর ভিত্তি করে।
ভাই ও বোনেরা আপনারা ভোদাই সঠিক পথে চলার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ইয়া রব্বুল আলামিন
জুবায়ের আহমেদ আনসারীর দ্বিতীয় পর্ব দেখে থাকলে দেখে যান
   • ওয়াজের দ্বিতীয় পর্ব জাহান্নাম জান্ন...  

#art #সব #artsong #duet #gojol #musicgenre #আম #2023gojol #lecture

show more

Share/Embed