জেনে শুনে আতংকে PULSAR N250 || Z Point Zig Zag || Pankata Chora || Rajasthali || Juraichhari Farua
MicroStrategy MicroStrategy
799K subscribers
47,911 views
1.8K

 Published On Mar 13, 2024

অসাধারণ একটি টুরের গল্প। যেখানে ছিলো দূর্ঘম ও আতংকের কথা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন।
জায়গার লোকেশন হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম তারপর লিচুবাগান ফেরী পার হয়ে বান্দারবান রোডে বাংগালহালিয়া। সেখান থেকে রাজাস্থলী। তারপর দমদুমিয়া হয়ে ফারুয়া বাজার। তার হচ্ছ পানকাটা ছোরা। এর পর আর যাইনি সময় ছিল না বলে।
Bajaj Pulsar N250 নিসন্দেহে অসাধারণ এক পাওয়ার ফুল বাইক। চমৎকার পার্ফর্মেন্স দিয়ে মন মাতিয়েছে। ইচ্ছে করলে নিজের পরে যাওয়া দৃশ্য গুলো আড়াল করতে পারতাম কিন্তু সেটা কখনো করি নি করবোও না। সৎ , সত্য ও বাস্তব ভ্লগ মানেই চকলেট বাইকারের ভ্লগ। রাহাতের মত ১০০ কেজি ওজনের মানুষ নিয়েও এই রকম টুর ট্রাভেল করলাম এই ভয়ংকর রাস্তায় সেটা দূর্ধান্ত চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। এক সময় রাস্তা হয়ে যাবে হয়তো বলবে এ আর এমন কি রাস্তা। যারাই যাবেন অবশ্যই প্রোপার সেফটি ও সতর্কতার সাথে যাবেন। পুরো ভ্লগ টা দেখবেন। অনেক টিপ ও ট্রিক্স শেয়ার করা হয়েছে। ভাল থাকুন সুস্থ থাকুন! স্যালুট!

show more

Share/Embed