YAMAHA FZS বাইকে পর্যাপ্ত ফুয়েল থাকার পরেও ফুয়েল লো কেন দেখায়?
REAL VIEW REAL VIEW
63.6K subscribers
55,788 views
947

 Published On Premiered May 10, 2022

📢📢ভিডিওতে দেখানো বা বলা কারন গুলো সম্ভাব্য কারন।
এই কারনেও অনেক সময় ফুয়েল ইন্ডিকেটর লাফালাফি করে বা উল্টা পালটা রিডিং দেখায়।

আপনার সমস্যা যদি পারমানেন্টলি চলতেই থাকে তবে আপনি বাইক সারভিসিং সেন্টারে যোগাযোগ করবেন। 📢📢

প্রিয় বাইকার্স আশা করি ভাল আছেন।
আপনারা যারা এফ জেড এস ভার্সন 2 অথবা ভার্শন 3 ব্যবহার করেন তারা প্রতিনিয়ত এই সমস্যাটি দেখে থাকবেন।

সমস্যাটি হচ্ছে বাইকে পর্যাপ্ত তেল থাকার পরেও হঠাৎ করে রানিং অবস্থায় মোটরসাইকেলে লো ফুয়েল ইন্ডিকেটর দেখায়।

মূলত যখন একটি মোটরসাইকেল চলতে থাকে তখন বিশেষ করে ফুয়েল ইঞ্জেকশন বাইকের ক্ষেত্রে বাইকের ফুয়েল ট্যাংকের ভিতর যে ফুয়েল পাম্প রয়েছে সেই পাম্প থেকে পাম্পিং হয়ে পেট্রোল বা অকটেন ইঞ্জিনে চলে যায়। তখন বাইকের ফুয়েল ট্যাংক ফুয়েল এর লেভেল নিচের দিকে নেমে যায়। ঠিক তখনই ফুয়েল এর লেভেল এর সাথে সাথে ফুয়েল ইন্ডিকেটরের বয়া ও নিচের দিকে নেমে যাবে।
কিন্তু যদি ফুয়েল লেভেল নিচের দিকে নামার সাথে সাথে বাইকের ট্যাংকের ভিতর হাওয়া যদি না ঢুকতে পারে তাহলে সেখানে একটি প্রেসার তৈরি হয়।
সেই প্রেসারের কারণে বাইকের বয়া অত্যন্ত নিচে চলে যায় যার কারণে মিটারে লো ফুয়েল ইন্ডিকেটর দেখাতে থাকে।

এখন ব্যাপার হচ্ছে বাইক চলাকালীন সময়ে ফুয়েল ট্যাংক এর পেট্রোল অকটেন নিচের দিকে যখন নামে তখন ট্যাংকের খালি অংশটি বাতাস দ্বারা পূর্ণ হওয়ার জন্য কোম্পানি ট্যাংকের ভিতরে একটি সূক্ষ্ম ছিদ্র দিয়েছেন।
যে সূক্ষ্ম ছিদ্রটি মূলত দুইটি কাজ করে থাকে একটি হচ্ছে তেলের ওভারফ্লো হলে সেই ছিদ্র দিয়ে তেল বের হয়ে যাবে।
মোটরসাইকেল চলাকালীন সময় তেল যত নিচের দিকে নামতে থাকবে সেই ছিদ্র দিয়ে বাতাস ট্যাংক এর ভিতর যে সে ফাঁকা অংশটি দখল করবে।

এখন কথা হচ্ছে সেই সূক্ষ্ম ছিদ্রটি মুখ যদি ময়লার কারণে জ্যাম আবস্থায় থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে ভেতরে বাতাস প্রবেশ করতে না পেরে একটি প্রেসার তৈরি হয়ে ফুয়েল ট্যাংক এর এই ইন্ডিকেটর শো করে।

আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

#motorcycle #low fuel #indicator #problem #solution

YAMAHA FZS বাইকে পর্যাপ্ত ফুয়েল থাকার পরেও ফুয়েল লো কেন দেখায়?



FZS Bike Wrong Fuel Reading Problem 100% Solutions
FZS Bike Showing Wrong Fuel Reading?? Solved Low Fuel Alert. ⛽ ⛽

show more

Share/Embed