Kumartuli Durga Idols Making 2023||কুমারটুলীর দূর্গাপূজার প্রস্তুতি।।Kumartuli ||Durga puja2023
Raw Focus Rakesh Raw Focus Rakesh
4.23K subscribers
3,074 views
0

 Published On Jul 29, 2023

কুমোরটুলি কলকাতা।।Kumartuli Kolkata -
কুমোরটুলির ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে
সপ্তদশ শতকের গোড়ার দিকে। কলকাতা শহরের উত্তরে শোভাবাজার সুতানুটিতে অবস্হিত এই কুমোরটুলি।অবিভক্ত
বাংলায় ১৬০৬সালে দূ্র্গা পুজার প্রচলন ঘটিয়েছিলেন নদীয়া
জেলার মহারাজা কৃষ্ণচন্দ্র।ঐই সময়ই নবদ্বীপ,শান্তিপুর,কৃষ্ণনগর ইত্যাদি জেয়গা থেকে কুমোররা ভালো আয়ের আশায় কলকাতা শহরে এসে বসবাস করতে শুরু করেন।
১৭৫৭সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দূর্গাপূজা শুরু করেন। তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির প্রতিমায় সিংহের বদলে ঘোড়ার মূর্তি ব্যবহার করাহয়।
তারপর কেটে গেছে প্রায় তিন শতক, কিন্তু এই রীতি আদও
অব্যাহত।
কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতার কথা আজ সর্বজনবিদিত।
প্রথমে কাঠ দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়।তার ওপর বাঁশের ফ্রেম ,খড় ও সুতলি দিয়ে প্রতিমার আকার দেওয়া হয়।দুরকমের মাটি ব্যবহার কারা হয়- এঁটেল মাটি ও বেলে মাটি। এঁটেল মাটি দিয়ে প্রথমে মূর্তি গড়া হয় এবং পরে বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলিকে পালিশ করা হয়।

show more

Share/Embed