Shadhinotar Gaan | স্বাধীনতার গান | Tasrif Khan | তাসরিফ খান | Original Track
Kureghor Kureghor
2.79M subscribers
1,074,330 views
46K

 Published On Premiered Aug 18, 2024

Shadhinotar Gaan | স্বাধীনতার গান | Tasrif Khan | তাসরিফ খান | Original Track

Lyrics : Tarik Abedin Emon ; Tasrif Khan
Tune and Voice : ​⁠‪@tasrifkhan.official‬

একটা যুদ্ধ রক্ত দিয়ে
হয়তো করেছি জয়
স্বাধীনতা টুকু রক্ষা হবেকি
এখনও রয়েছে ভয়!
এখনও দেখি উড়ছে আকাশে
নয়া শকুনের দল
চাইছে ওরা এই স্বাধিনতা
করে দিতে নিস্ফল!

সামনে কিন্তু রয়েছে বাকি
পথ হাঁটা বহুদূর
এখনি ক্লান্ত হয়োনা বন্ধু
সে বিজয় সুমধুর।।
রক্তে কেনা অর্জন যেন
হারিয়ে না যায় আর
সজাগ সদা থাক হে বন্ধু
পাঞ্জেরি হুশিয়ার!

আজ চিৎকার করে বলছি আমি
স্বাধিন দেশে কথা
আবু সাঈদের বুক পেতে দেয়া
রক্ত যায়নি বৃথা!
শত মুগ্ধরা দেশের জন্য
বিলিয়ে দিয়েছে প্রাণ
মন খুলে তাই পারছি গাইতে
স্বাধিনতার গান!

ছেলে হারানো বাবার কান্না
মায়ের আহাজারি
হৃদয়ের ক্ষত কতযে কঠিন
পাহাড় সমান ভাড়ি!
হারালাম কত বন্ধ স্বজন
হারিয়েছি কত ভাই
তপ্ত বুলেট মোদের মিছিল
থামাতেতো পারেনাই!

চাইনা আবার রক্ত ঝরুক
চাইনা গুলি আর
হারাতে চাই না বাক স্বাধীনতা
ফিরে পাওয়া অধিকার
চইনা কোন প্রতিহিংসা
অন্যায় অবিচার,
সৈরাচারের শাসন না হোক
আমার দেশে আর .

সময় এসেছে ঘুরে দাঁড়াবার
আবার নতুন করে
সবেমিলে চলো দেশটা সাজাই
একসাথে হাত ধরে
বিশ্বকে আজ দেখিয়ে দিয়েছি
আমাদের একতা
আমরাই পারি, আমরা পরাবো
ছাত্র, জনতা…❤️🙏

লেখা - তারিক আবেদিন ইমন এবং তাসরিফ খান।
সুর এবং গাওয়া - তাসরিফ খান ।

show more

Share/Embed