Chari Ditam No || IPDC আমাদের গান || Shireen Jawad
IPDC আমাদের গান IPDC আমাদের গান
1.38M subscribers
2,181,750 views
21K

 Published On Premiered Jan 19, 2023

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।

এম এন আখতার (জন্ম: ১ জুলাই, ১৯৩২ - মৃত্যু: ১৮ এপ্রিল, ২০১২) বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী। ১৯৬২ সালে বেতার শিল্পী হিসেবে যোগ দেন। এরপর তিনি আধুনিক, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, চট্টগ্রামের আঞ্চলিক গান রচনা করে ও কণ্ঠ দিয়ে খ্যাতি লাভ করেন। তিনি সংগীত বিষয়ক কয়েকটি গ্রন্থ লিখেছেন। এর মধ্যে মনুআ-১, মনুআ-২ এবং ৩০ দিনে অভিনব সঙ্গীত শিক্ষা উল্লেখযোগ্য।লেখা ও সুর করার পাশাপাশি এম এন আখতার নিজেও গাইতেন। তিনি ১৯৬২ সালে কালুরঘাট বেতারকেন্দ্রের উদ্বোধনী আধুনিক গানের প্রথম শিল্পী। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে পরিচিত শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ ছিলেন তিনি। তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক গান লিখেছেন। শুধু আঞ্চলিক গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি। একুশের গান, দেশাত্ববোধক গান, আধুনিক গান, পল্লীগীতি, ভাবের গান, বিচ্ছেদি গান, হামদ-নাত, পীর-আউলিয়ার গান এবং চট্টগ্রামের হাওলা গানেও তার পদচারণা ছিল। ষাটের দশক থেকে তিনি পূর্ণাঙ্গ আঞ্চলিক ভাষায় আটটি ও শুদ্ধ ভাষায় চারটি গীতিনাট্য রচনা করেন। তার অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে। ৩৫ বছর আগে গ্রামোফোন রেকর্ডে শিল্পী এম এন আখতার ও সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোয়ারে’ গানটি। পরে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

আমাদের এবারের পরিবেশনা এম এন আখতার এর একটি জনপ্রিয় গানঃ

ছাড়ি দিতাম ন
কথা ও সুরঃ এম এন আখতার
কণ্ঠঃ শিরিন জাওয়াদ


সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল


এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু

চিত্রগ্রহণ ও সম্পাদনাঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ

ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
ঢোলকঃ মিলন ভট্টাচার্য
বাংলা ঢোলঃ নয়ন
ওয়েস্টার্ন পারকেশনঃ উজ্জ্বল
ইস্টার্ন পারকেশনঃ আলম
ড্রামসঃ আশিক
বেইজঃ তানিম
একোস্টিক গীটার: রিয়েল
ইলেকট্রিক গীটারঃ রোমান
ম্যান্ডোলিনঃ পাভেল
ট্রামপেটঃ কাবিল
কিবোর্ড ০১: মীর মাসুম
কিবোর্ড ০২: সামিত
বাঁশিঃ জালাল
কোরাসঃ পিউ, নাশা

show more

Share/Embed