ছোট্টো পেঁচা টিকু ও তার নিজস্ব গুণ |Rupkotha r Golpo|
Beyond the Stars Beyond the Stars
464 subscribers
57,705 views
116

 Published On Sep 27, 2024

এক ছিলো ছোট্টো পেঁচা টিকু। টিকু রাতের বেলা বনের গাছে বসে বসে নক্ষত্র আর চাঁদ দেখতো, আর দিনের বেলা ঘুমাতো। অন্য পাখিরা দিনের বেলা খেলাধুলা করতো, গান গাইতো, আর টিকুকে নিয়ে মজা করতো। তারা বলতো, “টিকু, তুমি সব সময় রাতে কেন জাগো? দিনের আলোতে খেলতে তো অনেক মজা!”
টিকু একটু দুঃখ পেলেও নিজের জীবনযাত্রা নিয়ে খুশি ছিলো। সে রাতে জাগার কারণে অনেক কিছু দেখতে পেতো, যা অন্যরা দেখতো না। একদিন রাতে, টিকু দেখতে পেলো বনের এক কোণে আগুন লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিলো, আর অনেক প্রাণী বিপদে পড়তে পারে।
টিকু সঙ্গে সঙ্গে তার পাখা মেলে বনের সব প্রাণীদের জাগাতে শুরু করলো। সে উড়ে উড়ে সবাইকে সতর্ক করলো, “আগুন লেগেছে! সবাই সতর্ক হও, অন্যদিকে চলে যাও!”
সকল প্রাণী টিকুর কথা শুনে দ্রুত নিরাপদ জায়গায় চলে গেলো। সবাইকে বাঁচিয়ে দিয়ে টিকু নিজেও নিরাপদে ফিরলো। পরদিন সকলে মিলে টিকুকে ধন্যবাদ জানালো। তারা বললো , “তুমি রাতে জেগে ছিলে বলেই আমরা বিপদ থেকে রক্ষা পেলাম। তোমার রাত জাগা আসলে আমাদের জন্য আশীর্বাদ হয়েছে!”
টিকু তখন হাসলো, কারণ সে জানতো, প্রত্যেকের নিজস্ব গুণ আছে। রাত জাগা টিকুর জন্য যেমন স্বাভাবিক, তেমনি সেই গুণই একদিন সবার উপকারে আসতে পারে। সবাই টিকুর প্রশংসা করলো, আর সে বুঝলো যে ভিন্নতাই কখনো কখনো সবার জন্য উপকারী হতে পারে।

#animation
#cartoon
#কাটুন
#cartoon
#গলপ
#moralstories

show more

Share/Embed