মডেল ফার্মেসী কি || মডেল ফার্মেসী দিতে কি কি লাগে || MediDoor BD || PART-8
MediDoor BD MediDoor BD
62.7K subscribers
12,493 views
395

 Published On Nov 28, 2019

মডেল ফার্মেসি হল সেসব ওষুধের দোকান যেখানে একজন ওষুধ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওষুধ বিক্রয় থেকে শুরু করে এর যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা হয়। বর্তমান জাতীয় ওষুধনীতিতে মডেল ফার্মেসির কথা পরিষ্কার করে বলা হয়েছে। দুই ধরনের মডেল ফার্মেসি হবে যেমন- প্রথম শ্রেণীর মডেল ফার্মেসি, যেখানে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেয়া হবে; দ্বিতীয় শ্রেণীর নাম হবে ‘মেডিসিন সেন্টার’, যেখানে ডিপ্লোমা ফার্মাসিস্ট বা প্রশিক্ষণপ্রাপ্ত সহকারীরা কাজ করবেন। মডেল ফার্মেসির সুবিধা হল এখানে ওষুধ কেনার পাশাপাশি একজন দক্ষ লোকের সহায়তা পাওয়া যাবে। এসব দোকানে নিয়োজিত গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। যেমন, তারা দোকানে মানসম্পন্ন ওষুধ রাখাসহ যথোপযুক্তভাবে সেসব ওষুধ সংরক্ষণ করে থাকেন। রোগীদের প্রেসক্রিপশন দেখে সেই ওষুধগুলো সঠিকভাবে প্রস্তুত ও প্যাকেটিং করে রোগীকে ওষুধ খাওয়ার নিয়মাবলী বুঝিয়ে দেন। এ ছাড়া প্রত্যেক রোগীর জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করে তার রেকর্ড সংরক্ষণ করে থাকেন। তারা বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত সমস্যার ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তা সমাধান করে থাকেন। ক্ষেত্রবিশেষে প্রেসক্রিপশনে উল্লিখিত ওষুধের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে রোগীর জন্য ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করেন। এ ছাড়া তারা সভা-সেমিনার, দেয়ালিকা কিংবা প্রকাশনার মাধ্যমে ওষুধের নিরাপদ ব্যবহারবিষয়ক বিভিন্ন ধরনের বার্তা সমাজের কাছে পৌঁছে দিয়ে থাকেন। অর্থাৎ মডেল ফার্মেসির মাধ্যমে ওষুধের নিরাপদ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব। ফলে ওষুধের যথেচ্ছ ব্যবহারের ফলে স্বাস্থ্যসেবার মারাত্মক সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।

পরিশেষে, জাতীয় ওষুধনীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের অগ্রাধিকার ভিত্তিতে কাজে লাগানো জরুরি। ফার্মাসিস্টদের মেধা ও দক্ষতাকে কাজে লাগালে স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। মডেল ফার্মেসিতে দায়িত্ব পালনসহ মানসম্পন্ন ওষুধ তৈরি করে ফার্মাসিস্টরা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পূরণে সচেষ্ট হবে।

কিভাবে ফার্মেসি ব্যবসা শুরু করবেন || ফার্মেসী ব্যবসার জন্য কি কি প্রয়োজন || MediDoor BD || PART-1
   • কিভাবে ফার্মেসি ব্যবসা শুরু করবেন || ...  

কিভাবে ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স করবেন || ফার্মাসিস্ট কোর্স কোথায় করা যায় || MediDoor BD || PART-2
   • কিভাবে ফার্মাসিস্ট ট্রেনিং কোর্স করবে...  

কোথায় দিবেন ফার্মেসি ব্যবসা || ফার্মেসী দোকান দেওয়ার পূর্বে করনীয় || MediDoor BD || PART-3
   • কোথায় দিবেন ফার্মেসি ব্যবসা || ফার্মে...  

কয়টি ক্যাটাগরিতে ড্রাগ লাইসেন্স রেজিস্ট্রেশন হয়ে থাকে || MediDoor BD || PART-4
   • কয়টি ক্যাটাগরিতে ড্রাগ লাইসেন্স রেজি...  

ড্রাগ লাইসেন্স পেতে করণীয় কি || ড্রাগ লাইসেন্স করার নিয়ম || MediDoor BD || PART-5
   • Video  

ফার্মেসি ব্যবসায়ীদের জন্য সতর্কতাসমূহ || MediDoor BD || PART-6
   • ফার্মেসি ব্যবসায়ীদের জন্য সতর্কতাসমূহ...  

বেকার সমস্যায় ফার্মেসি ব্যবসা ও পল্লী চিকিৎসার গুরুত্ব || MediDoor BD || PART-7
   • বেকার সমস্যায় ফার্মেসি ব্যবসা ও পল্ল...  

Please Subscribe to My Channel
-----------------------------------------------
Web: www.medidoorbd.com

FB Page: www.facebook.com/medidoorbdofficial

Group: www.facebook.com/groups/medidoorbdofficial

Twitter   / medidoorbd  

Pinterest   / medidoorbd  

LinkedIn   / medidoorbd  

বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেডিডোর বিডি হেল্পলাইন
01743053695
01973053695
(সকাল ১০টা থেকে বিকাল ৪টা)

ভিজিট করুন: www.medidoorbd.com ধন্যবাদ।

show more

Share/Embed