বিবিকা রওজা। ঢাকায় মা ফাতেমার রওজা। BIBIKA RAWZA BY NAZMUS SALEHI
Bangla Tube Bangla Tube
1.93K subscribers
5,035 views
173

 Published On Apr 30, 2021

#NAZMUS_SALEHI #পুরান_ঢাকা
#৪০০_বছর_আগের_ফাতেমা_(রাঃ)_এঁর_প্রতীকী_বিবিকা_রওজা

ঢাকার ফরাশগঞ্জে গড়ে ওঠা মা ফাতেমার রওজা শরীফ। স্থানীয় বাসিন্দা পরী বিবি ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমার আশেকান। তিনি ধ্যানে জ্ঞানে সর্বদা মা ফাতেমাকেই মান্য করতেন। একদিন তিনি স্বপ্নযোগে আদৃষ্ট হয়ে নিজ ঘরের মেঝেতে আবিষ্কার করেন মা ফাতেমার রওজা। এটি ১৬০০ সালের কথা। তখনও ঢাকায় শিয়া সম্প্রদায়ের কোন তীর্থস্থান বা প্রাথনালয় গড়ে ওঠেনি। এটিই ঢাকার প্রথাম শিয়া স্থপনা। পরবর্তীতে স্বপ্নে পাওয়া সেই রওজাকে কেন্দ্র করে গড়ে ওঠে শিয়াদের প্রার্থনালয়। এই রওজায় হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মানত করে এবং স্থানটিকে পূণ্যস্থান মনে করে। হোসনি দালান প্রতিষ্ঠারও ৫০ বছর আগে গড়ে ওঠে এই শিয়াদের তীর্থস্থানটি। ৪০০ বছরের বিবিকা রওজা নিয়ে আমার এবারের আালোচনা।

show more

Share/Embed