বাসার ছাদে বরবটি চাষের সহজ পদ্ধতি ও সম্পূর্ন পরিচর্যা। Grow Long Bean on rooftop
ছাদের কৃষি ছাদের কৃষি
12.5K subscribers
107,746 views
2.2K

 Published On Nov 30, 2023

বরবটি চাষের সহজ পদ্ধতি ও সম্পূর্ন পরিচর্যা।
বরবটি চাষের বাম্পার ফলন
#ছাদ ,#ছাদের কৃষি #sader_krishi
বাসার ছাদে বরবটি চাষের সহজ পদ্ধতি ও সম্পূর্ন পরিচর্যা। How to Grow Long Bean on rooftop
#ছাদে টবে বরবটি চাষ পদ্ধতি
ছাদ বাগানে বরবটি চাষ
#বাসার ছাদে লাভজনক বরবটি চাষ
বরবটি চাষের সহজ পদ্ধতি:
প্রায় সব ধরনের মাটিতে বরবটির চাষাবাদ হলেও দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি উত্তম।ফেব্রুয়ারি থেকে জুলাই মাসে বরবটির বীজ বোনার উপযুক্ত সময়, শীতকালে বরবটির বীজ বপন করা উচিত নয়।বরবটি চাষের জন্য মাটিতে উপযুক্ত পরিমাণে জৈব সার দিতে হবে।
দেশে সাধারণত শখের বসে বা পরিবারের সবজির চাহিদা মেটাতে অনেকেই বাসার ছাদের টবে সবজির চাষাবাদ করে থাকে,।
টবে বারোমাসি সবজি বরবটির চাষ করার জন্য ৪০% সাধারণ মাটি, ২০% বালি, ২০% জৈব সার (ভার্মি কম্পোস্ট), ২০% কোকোপিট এর একটি সুনিষ্কাশন মিশ্রণ তৈরি করে নিতে হবে।
যে টবটি নেবেন তার নিচে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখার জন্য টবটির নিচে কয়েকটি নুড়ি রাখতে হবে।
তার উপরের স্তরে কিছুটা বালি দিতে হবে। এরপর মাটির মিশ্রণটি দিয়ে টব ভরাট করতে হবে।


ভিডিও টি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। চ্যানেল টি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম

show more

Share/Embed