গাছে জল দেবার স্প্রেয়ার, বানিয়ে ফেলুন একদম বিনামূল্যে; Hand Made Agriculture Sprayer.
Sadher Chhad Bagan Sadher Chhad Bagan
192K subscribers
405,411 views
9.4K

 Published On May 18, 2021

#Hand_made_Agriculture_Sprayer
সাধের ছাদ বাগান এর "ফেসবুক পেজ" এর লিঙ্ক 👇
  / সাধের-ছাদ-বাগান-101603468710374  


সাধের ছাদ বাগান" ফেসবুক গ্রুপের লিংক
  / 405996456614669  

বন্ধুরা
এই স্প্রেয়ার টি ভালো কাজ করবে তখনই, যখন জলের প্রেসার ভালো থাকবে।
তাই আমার একটা Suggestion আছে।
আপনার বাড়িতে যে tank টা আছে ছাদের উপর, সেটাতে কি নীচ থেকে direct জল ওঠে?
না কি, Pump চালাতে হয়???
যদি pump এর সাহায্যে জল ওঠে তাহলে কলের মিস্ত্রি কে ডেকে, Pump থেকে Tank এর pipe এর সঙ্গে T লাগিয়ে একটা জলের লাইন করে নিন, তার সাথে স্প্রেয়ার এর পাইপ লাগিয়ে নিন।
পাম্প চালালে Tank এও জল ঢুকবে আবার স্প্রেয়ার থেকে জল বের হবে প্রচন্ড বেগে।
এই বার একটা কথা, বাজারে "Ball Valve" কিনতে পাওয়া যায়, কলের মিস্ত্রি কে দিয়ে Ball Valve টি একদম Tank এ ঢোকার আগে লাগিয়ে নিন। ওটা বন্ধ করে দিলে সম্পূর্ন জল প্রচণ্ড বেগে স্প্রেয়ার দিয়ে বের হবে। Ball valbe হালকা করে open করলে, tank এ ও জল ঢুকবে আবার স্প্রেয়ার দিয়ে ও জল বের হবে।
অর্থাৎ খুব সহজেই স্প্রেয়ার এর speed কন্ট্রোল হবে। করেই দেখুন দেখবেন আপনার স্প্রেয়ার হবে সব্বার সেরা।

Agriculture Sprayer তৈরি করার উপকরণ
1) ফেলে দেওয়া প্লাস্টিকের Cold Drinks এর বোতল 2টি
2) হাফ ইঞ্চি Diameter এর PVC পাইপ (1 ফুট বা 10 ইঞ্চি লম্বা)
3) Febi Quick আঠা
4) সূচ বা সেফটি পিন
5) মোমবাতি ও দেশলাই বাক্স।
6) ছুরি

এর পরেও কোনো অসুবিধা হলে phone করুন
9874066457 নাম্বার এ।

show more

Share/Embed