পুলিশ কখন ও কীভাবে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে পারে? | Power of Police to Grant Bail
LawTubeBD LawTubeBD
129K subscribers
12,341 views
545

 Published On Premiered Sep 14, 2023

পুলিশ জামিন দিতে পারে? কখন এবং কীভাবে? জামিন দেয় আদালত, তাইতো জেনে এসেছেন এতদিন, তাই না? কিন্তু আমরা এপিসোডটির শিরোনামে বা থাম্বনেইলে কী বললাম! শিরোনাম বা থাম্বনেইলে আমরা যা বলেছি তার তাৎপর্য হচ্ছে, পুলিশও জামিন দিতে পারে। কিন্তু পুলিশ জামিন দিতে পারে, এই কথাটি কি কখনও শুনেছেন আপনারা? শুনেননি, কেননা আইন থাকলেও এই চর্চাটা একদমই করে না পুলিশ। আর তার কারণেই দেখেন-তো নয়ই, শুনেন-ও-নি কোনোদিন আপনারা। অথচ আইনেই কিন্তু বলে দেওয়া আছে যে, পুলিশ প্রায় সবক্ষেত্রেই ধৃত ব্যক্তিকে জামিন দিতে পারে।

কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ এই আইনটির চর্চা করে না বলে অভিযুক্ত ব্যক্তিরা যেমন আদালতে গিয়ে জামিন পেতে পদে পদে হয়ে থাকেন নানারকমের হয়রানির শিকার; আবার একই কারণে অগণিত জামিনের আবেদন নিস্পত্তি করতে গিয়ে আদালতগুলোর কাছে মামলার বিচার ও নিস্পত্তির মূল কাজটিই হয়ে পড়ে গৌণ।

এই বিষয়টি উপলব্ধি করেই আমরা এই এপিসোডে আলোচনা করেছি অপ্রচলিত এই গুরুত্বপূর্ণ আইনটি নিয়ে। আমরা মোটেও এই ধারণা পোষণ করছি না যে, এপিসোডটি দেখার পরপরই পুলিশ নব-উদ্দ্যমে শুরু করবে এমন জনকল্যাণমূলক বিধানটির চর্চা! তারপরও আমরা এমন অপ্রচলিত ও গুরুত্বপূর্ণ বিধানটি নিয়ে এপিসোডটি নির্মাণ করেছি এই উদ্দেশ্যে যে, অন্তত আইন-শিক্ষার্থী এবং আগ্রহী দর্শকশ্রোতাগণ, এমনকি পুলিশও এই এপিসোডটি থেকে লাভ করতে পারবেন তত্ত্বগত বা একাডেমিক ধারণা।

এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী,
উপস্থাপন করেছেন শিক্ষানবিশ
আইনজীবী সাদিয়া আহসান,
পাঠ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিশমি,
আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#PoliceBail #BailProcess #CriminalJustice #LegalRights #PolicePowers #LegalProcedure #LawEnforcement #LegalAwareness #BailLaws #BailSystem #LawTubeBD

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@lawtubebd?su...

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

show more

Share/Embed