২০০বছরের নিঠুর শাসনেও গড়ে ওঠা গির্জায় বিশেষ ঘন্টার ধ্বনিতে ভাসে অন্য ইতিহাস
সন্দেশ বাংলা Sandesh Bangla সন্দেশ বাংলা Sandesh Bangla
535 subscribers
315 views
15

 Published On Feb 22, 2024

নমস্কার। "সন্দেশ বাংলা"-য় সকলকে স্বাগত। ২০০ বছরের নিঠুর ইংরেজ শাসন ভারতীয়দের ওপর অত‍্যাচার করেছে অনেক। যেগুলো আমাদের ভারতীয়দের কাছে গভীর কালো অন্ধকার দিন একথা ইতিহাস সত‍্য । কিন্তু তাদের কিছু অসাধারণ সৃষ্টি তাদের মানুষ ভালো ভাবে গ্রহণ করেছেন। সেই রকমই আজ ব্রিটিশদের তৈরী একটি গির্জা দেখতে নিয়ে যাবো দর্শক বন্ধুদের।যে গির্জা নদিয়ার সীমান্তবর্তী গ্রাম শিকারপুরের কেচুয়াডাঙ্গায় অবস্থিত। যেখানে ২০০ বছরের আগের ব্রিটিশদের ঐতিহ্যবাহী গির্জার সাক্ষী বহন করে আজও বেজে ওঠে বিলেতি বিশেষ ঘন্টা। তবে তাদের নিজ ধর্ম প্রচারের উদ্দেশ্য পরোক্ষভাবে যে ছিলো সেটা মেনে নিয়ে নিয়েই বলা যায় ---- আমাদের ধর্মনিরপেক্ষ দেশে মন্দির মসজিদ গির্জা সর্বত্র মিলনে কথায় বলে। আমাদের কাছে সবাই সমান। গির্জার সমাজিক কাজ তাদের নিয়মনিষ্ঠা সকলকেই আকর্ষণ করে।জাতিধর্ম নির্বিশেষে সকলেই ২৫ ডিসেম্বর কেক বিনিময়ে মেতে উঠি।
তাই ২০০বছরের পুরনো ইংরেজদের তৈরী এই গ্রামীণ গির্জার ইতিহাস ও সামাজিক কাজকর্মের ইতিহাস নিয়ে আজকের ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হলাম।
আশাকরি ভিডিও টি সবার ভালো লাগবে। ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
পুরনো সব তথ‍্য পেতে আমাদের "সন্দেশ বাংলা" Channel টি অবশ্যই Subscribe করে রাখবেন।
সঙ্গে থাকুন।ভালো থাকুন। সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।
ধন্যবাদ।

show more

Share/Embed