কাগজের ক্লে কিভাবে তৈরি করতে হয়?||How to make paper clay?
Shoaib's mom vlog Shoaib's mom vlog
1.77K subscribers
15,392 views
142

 Published On Jan 1, 2024

কাগজের ক্লে কিভাবে তৈরি করতে হয়?||How to make paper clay?
#shoaibsmomvlog #paperclay
পুরাতন বইয়ের পাতা,খাতার পাতা,সাদা কাগজ,কার্টুন কাগজ,খবরের কাগজ অর্থাৎ যে সব কাগজ পানিতে ভিজে নরম হয়ে যায়,সেই সব কাগজ দিয়ে সব ধরনের জিনিসপত্র,শোপিস,ফুলদানি এবং ঘর সাজানোর বিভিন্ন আইটেম তৈরি করা যায়।প্রথমে কাগজ গুলো ছোট করে ছিড়ে একটি বালতিতে পানি নিয়ে তাতে ভিজিয়ে নিতে হবে। ২/৩দিন ভিজিয়ে রাখার পর কাগজগুলো নরম হয়ে গেলে,ছাদে অথবা খসখসে জায়গায় ভালোভাবে ঘষে নিতে হবে,তারপর একটা কাপড়ের সাহায্যে পানি চিপে ফেলে দিতে হবে।পানি চিপে ফেলে এই পর্যায়ে কাগজগুলো একটা পলিথিন জাতীয় ব্যাগে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। তারপর পানিতে আটা অথবা এরারুট ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। তারপর কাগজের সাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাগজের ক্লে||

show more

Share/Embed