২০০ বছরেও অপরাজিত বাংলা সাহিত‍্যের পিতৃপুরুষ শ্রীমধুসূদন
সন্দেশ বাংলা Sandesh Bangla সন্দেশ বাংলা Sandesh Bangla
535 subscribers
292 views
18

 Published On Jan 23, 2024

নমস্কার।"সন্দশ বাংলা"-য় সকলকে স্বাগত। আজ আপনারদের সামনে যে ভিডিও টি আনলাম সেটি আধুনিক বাংলা সাহিত‍্যের ইতিহাসের পিতৃপুরুষের ২০০ বছরের ইতিহাস। যে আসনে তিনি তাঁর জন্মের ২০০ বছরেও একইভাবে রয়েছেন। তিনি মহাকবি শ্রীমধুসূদন দত্ত। ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি অধুনা বাংলাদেশের সাগরদাঁড়িতে জন্ম গ্রহণ করেছিলেন। এখন ২০২৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি ঠিক ২০০ বছর। ধনীর ঘরের জন্মেও তাঁর মাত্র ৪৯ বছরের জীবনে বয়ে বেড়িয়েছেন দারিদ্র্যতা আর নানান দুর্দশা নিয়ে।এমন কি তাঁর মৃত্যুর পরেও দুর্দশা তাঁকে পিছু ছাড়েনি। তাঁর দেহ সৎকার নিয়ে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে চলেছিলো নানান টালবাহানা। মৃত কবি মধুসূদনের দেহে ধরে গিয়েছিল পচনও। তখন যাইহোক তবু তিনি আজ জন্মের দ্বিশতবর্ষেও বাংলা সাহিত্যের অসাধারণ সব সৃষ্টির জন‍্য অমর হয়ে রয়েছেন ভবিষ্যতেও থাকবেন একথা বলাই যায়।
আমি এবং আমরা "সন্দেশ বাংলা" থেকে ২০০ বছরের জন্মদিনে মধুকবি মহকবিকে প্রণাম জানাই। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জীবন মরণের দুর্দশা নিয়েই আজকের ভিডিও।
আশাকরি আপনাদের ভালো লাগবে।
ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দেবেন। এরকম আরও পুরনো সব তথ‍্য সবার আগে পেতে আমাদের "সন্দেশ বাংলা" Channel টি Subscribe করে রাখবেন অবশ‍্য অবশ‍্য করে।
সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
ধন্যবাদ।

show more

Share/Embed