যমুনার চরে তিন শতাধিক গাড়লের বানিজ্যিক খামার | গাড়ল পালন পদ্ধতি | successful sheep farming
সাফল্য কথা সাফল্য কথা
692K subscribers
21,019 views
534

 Published On Aug 25, 2023

দর্শক বন্ধুরা, সাফল্য কথা'র ৬১১ তম পর্বে আমরা চলে এসেছি, বগুড়া জেলার সবচেয়ে বড় উপজেলা সারিয়াকান্দিতে। এখান কার সারিয়াকান্দি ইনিয়ানের ধাপ গ্রামের একজন উচ্চ শিক্ষিত উদ্যোক্তা মোঃ শাওন ভাই, যিনি পেশায় একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা।
চাকরির পাশাপাশি বাড়তি আয়, দেশের প্রাণিজ আমিষের ঘাটতি পুরোন এবং শ্রম জীবি মানুষের কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে তিন বছর আগে ৬৫ টি গাড়ল দিয়ে খামার শুরু করেন। বর্তমানে তার খামার প্রায় তিন শতাধিক গাড়ল রয়েছে, কর্মসংস্থানও হয়েছে অনেকেরি।

দর্শক বন্ধুরা, আজকের পর্বের আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, উদ্যোক্তা শাওন ভাইয়ের গাড়ল পালনের শুরুর গল্প, ব্যবস্থাপনা এবং রোগব্যধি সম্পর্কে বিস্তারিত… আশা করছি পুরো ভিডিও টি মনযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক।

Safollo Kotha Ep-707
Garol Farming In Bangladesh
উদ্যোক্তা মোঃ শাওন
যমুনা গাড়ল খামার ,সারিয়াকান্দি বগুড়া ।
01715-111795


সাফল্য কথা - একটি কৃষি প্রতিবেদন মূলক ভিডিও প্রোগ্রাম। দেশের কৃষি উদ্যোক্তাদের সফলতার গল্প এবং কৃষি বিষয়ক পরামর্শ এখানে তুলে ধরা হয়। কৃষি প্রিয় দর্শক বন্ধুদের ভালোবাসা আমাদের চলার পথের প্রেরণা।

ভিডিও প্রোগ্রাম করাতে - সাফল্য কথা চ্যানেলে ভিডিও প্রোগ্রাম করাতে ফোন করুন - মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ (উপস্থাপক, সাফল্য কথা)
সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর।

উদ্যোক্তার মোবাইল নাম্বার -
উদ্যোক্তার নাম ও কি বিষয়ের উপর ভিডিও তা জানিয়ে আমাদের সাফল্য কথা ফেসবুক পেইজে   / safolloagro  
ইনবক্স করুন। আমাদের অফিস থেকে আপনাকে খামারির নাম এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দেয়া হবে।

show more

Share/Embed